লিটনের মতোই পারফর্ম করতে চান অঙ্কন

ছবি: গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন মাহিদুল ইসলাম অঙ্কন, ক্রিকফ্রেঞ্জি

এখন পর্যন্ত একটি টেস্টই খেলেছেন অঙ্কন। গত বছর ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে অভিষেক হয় এই তরুণ ব্যাটারের। সেই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে তার ব্যাট থেকে আসে মোটে ২৯ রান। লিটন হুট করে জ্বরে আক্রান্ত হওয়ায় সেবার তড়িঘড়ি করে চট্টগ্রামে উড়িয়ে নেয়া হয় অঙ্কনকে।
তামিমের ব্যর্থতার দিনে মোহামেডানকে জেতালেন হৃদয়-অঙ্কন
৬ মার্চ ২৫
এবার লিটনের জায়গাতেই দলে ফিরেছেন অঙ্কন। এই উইকেটরক্ষক ব্যাটার জানিয়েছেন লিটনের মতো পারফর্ম করেই দলের জন্য অবদান রাখতে চান তিনি। ঘরোয়া ক্রিকেটের অন্যতম সেরা পারফর্মার অঙ্কন। তার আশা সেই পারফরম্যান্স জাতীয় দলের হয়েও করার।
নিজের লক্ষ্যের কথা জানিয়ে অঙ্কন বলেন, 'এটা আমাদের দেশের খেলা। আমরা যেই সুযোগ পাবো চেষ্টা থাকবে যেন আমরা দল হিসেবে ভালো খেলতে পারি। আমরা যেন আমাদের ঘরের মাঠের সুবিধা নিতে পারি। ওই সুযোগটা যদি পাই লিটন ভাই অনেক বছর ধরে ভালো খেলছে আশা করছি আমিও ভালো করব।'

প্রতিপক্ষ জিম্বাবুয়ে হলেও তাদের খাটো করে দেখার সুযোগ দেখছেন না অঙ্কন। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ব্যস্ত থাকা এই ক্রিকেটার ক্রিকেটের দীর্ঘ ফরম্যাটে নামার আগেও বেশ আত্মবিশ্বাসী। আগে ভাগেই যেহেতু জাতীয় দলের প্রস্তুতি শুরু হচ্ছে তাই প্রস্তুতিরও কোনো ঘাটতি থাকবে না বলে আশাবাদী তিনি।
পিএসএল থেকে কিছুই আনতে পারিনি, পাওয়ার চেয়ে হারালাম বেশি: লিটন
১৩ এপ্রিল ২৫
অঙ্কন বলেছেন, 'আন্তর্জাতিক খেলা এখানে ছোটো বড় করে দেখার সুযোগ নেই। সামনেই সিরিজ আসছে এটা নিয়েই আপাতত চিন্তা করছি। টেস্ট ক্রিকেট একই রকম যেভাবে প্রথম শ্রেণির ক্রিকেট খেলে থাকি। চেষ্টা থাকবে একই প্ল্যান নিয়ে খেলার। এটা যদিও ভিন্ন ফরম্যাট। তবে আগে থেকেই যেহেতু ক্যাম্প শুরু হচ্ছে আমাদের জন্য দ্রুত মানিয়ে নেয়া সহজ হবে। আশা করছি ভালো প্রস্তুতি নিতে পারব।'