১ ম্যাচ নিষিদ্ধ হৃদয়, ৪০ হাজার টাকা জরিমানা ইবাদতের

ঘরোয়া
১ ম্যাচ নিষিদ্ধ হৃদয়, ৪০ হাজার টাকা জরিমানা ইবাদতের
মোহামেডানের ক্রিকেটারদের একাংশ, ক্রিকফ্রেঞ্জি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
আবাহনী–মোহামেডান ম্যাচে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন তাওহীদ হৃদয়। ঘটনাটি আবাহনী ইনিংসের অষ্টম ওভার। পেসার ইবাদত হোসেনের বল আঘাত করে মোহাম্মদ মিঠুনের প্যাডে।

সেই সময় আউটের জোরাল আবেদন করেন মোহামেডানের ক্রিকেটাররা। তবে তাতে সাড়া দেননি অনফিল্ড আম্পায়ার তানভির আহমেদ। আম্পায়ারের নির্লিপ্তরায় হতাশ হন মোহামেডানের ক্রিকেটাররা। সেই সময় আম্পায়ারের কাছে ছুটে আসেন মোহামেডান অধিনায়ক হৃদয়। অন্য ক্রিকেটাররাও ঘিরে ধরেন আম্পায়ারকে।

দলটির ক্রিকেটারদের শান্ত করতে এগিয়ে আসেন লেগ আম্পায়ার হিসেবে থাকা শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। তবে মোহামেডানের খেলোয়াড়েরা তর্কে জড়ান তাঁর সঙ্গেও। হৃদয়কে তার সঙ্গে আঙুল উঁচিয়ে কথা বলতে দেখা যায়। এরপর মোহামেডানের সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম এগিয়ে আসেন।

ম্যাচ শেষে লেভেল টু আচরণবিধি ভাঙায় হৃদয়কে শাস্তি দেয়া হয়। হৃদয়ের এক ম্যাচ নিষেধাজ্ঞার সঙ্গে শাস্তি পেয়েছেন মোহামেডান পেসার ইবাদত হোসেনও। তাকে লেভেল ওয়ানের আচরণবিধি ভাঙায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ম্যাচ শেষে মাঠের এই ঘটনা নিয়ে কথা বলেছেন হৃদয়।

গণমাধ্যমকে তিনি বলেন, ‘যেটা ঘটেছে, সবকিছু ব্যাখ্যা করতে পারব না। কিন্তু হিট অব দ্য মোমেন্টে অনেক কিছু হয়। তাঁরাও ভুল করেন, কিন্তু আমার কাছে যেটা মনে হয়, তাঁরা ভুল করতেই পারেন, মানুষমাত্রই ভুল করে, আমরাও করব! কিন্তু আমার কাছে মনে হয়, ভুলটা স্বীকার করা উচিত, আমি যদি ভুল করি, আমিও স্বীকার করব। কিন্তু আপনি যদি ভুল স্বীকার না করে বলেন, এটা ভুল নয়, তাহলে হবে না। তিন আন্তর্জাতিক আম্পায়ার, তাঁকে আমরা সম্মান করি। আমরাও আন্তর্জাতিক ক্রিকেটার। এমন ম্যাচে দুই-একটা সিদ্ধান্ত অনেক বড় ব্যবধান গড়ে দিতে পারে।’

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে এমন চিত্র প্রায়ই দেখা যায়। দুদিন আগেই এক ক্রিকেটারের অদ্ভুত আউটের তদন্তে নেমেছে বিসিবি। এর আগেও বিভিন্ন সময় প্রশ্নবিদ্ধ আম্পায়ারিংয়ের শিকার হয়েছে বিভিন্ন দল। যদিও ডিপিএলসহ বিভিন্ন ঘরোয়া ম্যাচ অনলাইনে সম্প্রচারের পর সেসব নিয়ে খুব বেশি প্রশ্ন উঠছে না।

আরো পড়ুন: ডিপিএল