মজিদের সেঞ্চুরিতে শাইনপুকুরকে হারাল রূপগঞ্জ

ছবি: সেঞ্চুরির পর আব্দুল মজিদ, ক্রিকফ্রেঞ্জি

মাঝারি লক্ষ্যে খেলতে নেমে শাইনপুকুরকে ভালোই শুরু এনে দিয়েছিলেন দুই ওপেনার রহমতউল্লাহ আলী ও মইনুল ইসলাম। এই দুজনে যোগ করেন ৫৭ রান। এরপর তারা ১২ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে। আলী আউট হয়েছেন ৮ রান করে। মাত্র ২ রান করে আউট হন নিয়ন জামান।
১ ম্যাচ নিষিদ্ধ হৃদয়, ৪০ হাজার টাকা জরিমানা ইবাদতের
৫ ঘন্টা আগে
এরপর বেশিক্ষণ টিকতে পারেননি হাফ সেঞ্চুরি তুলে নেয়া মইনুল। তিনি ২৭ বলে ৫০ রানের ইনিংস খেলে আউট হন। দ্রুত আউট হয়েছেন রায়ান রাফসানও। ৯ রান আসে তার ব্যাট থেকে। একপ্রান্ত আগলে রেখে ৯০ বলে ৫৩ রান করেন রহিম আহমেদ। আর শেষদিকে শাহরিয়ার সাকিব ৫৯ বলে ৫০ রান তুলে নিলেও শাইনপুকুরের জয় পাওয়া হয়নি।

শেষের দিকে ব্যাটারদের মধ্যে কেউই সঙ্গ দিতে পারেননি সাকিবকে। রূপগঞ্জের বোলারদের মধ্যে সবচেয়ে ভালো করেছেন মাহমুদুল হাসান। তিনি ৩১ রানে নিয়েছেন ৪টি উইকেট। ৩টি উইকেট নিয়েছেন জীবন আহমেদ। আর দুটি উইকেট নেন মহিউদ্দিন তারেক আর ১ উইকেট পান আল আমিন জুনিয়র।
এর আগে এই ম্যাচে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় শাইনপুকুর। আগে ব্যাট করতে নেমে শুরুতে অমিত মজুমদার ফিরে গেলেও একপ্রান্ত আগলে রেখে সেঞ্চুরি তুলে নিয়ে রূপগঞ্জের বড় সংগ্রহের ভিত গড়ে দেন আব্দুল মজিদ। এ ছাড়া ৫৬ রান করেন মাহমুদুল।
শাইনপুকুরের বোলারদের মধ্যে দুটি করে উইকেট নেন শরিফুল ইসলাম ও মোহাম্মদ ওয়ালিদ। একটি উইকেট নিয়েছেন রহিম আহমেদ। ১২ ম্যাচ খেলে এ নিয়ে চতুর্থ জয় পেল রূপগঞ্জ। এর ফলে তারা ৯ নম্বরেই অবস্থান করছে। অন্যদিকে ১২ ম্যাচে মাত্র এক জয়ে পয়েন্ট টেবিলের তলানিতে শাইনপুকুর।