রাজস্থানের বিপক্ষে ম্যাচ চলাকালীন তীব্র পেটব্যথা শুরু হয় জয়সাওয়ালের। এরপর তড়িঘড়ি করে হাসপাতালে ভর্তি করা হয় তাকে পুনেতে। যদিও কিছু সময় পরই হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। এরপর নিজেই নিজের শারীরিক অবস্থার খবর জানান সামাজিক যোগাযোগমাধ্যমে।
জয়সাওয়াল লিখেছেন, 'গত কয়েক দিনে আমাকে ঘিরে সবার যে অগাধ ভালোবাসা আর শুভকামনা পেয়েছি, তার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। আমি এখন ভালোভাবে সেরে উঠছি। দারুণ চিকিৎসাসেবার জন্য কৃতজ্ঞ। খুব শিগগিরই আবার মাঠে ফেরার অপেক্ষায় আছি।'
টি–টোয়েন্টি দলে টিম কম্বিনেশনের কারণে জায়গা হচ্ছে জয়সাওয়ালের। তবে ব্যাট হাতে থেমে নেই জয়সাওয়াল। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মাত্র তিন ম্যাচেই করেন ১৪৫ রান, গড় ৪৮.৩৩। এর আগে প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজেও ছন্দে ছিলেন জয়সাওয়াল।
এদিকে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) জানিয়েছে, চিকিৎসকদের কাছ থেকে ছাড়পত্র পাওয়ার পরই জয়সাওয়াল আবার দলে ফিরবেন। আপাতত তার মাঠে ফেরার সময়সূচি অনিশ্চিত হলেও, সুস্থ হয়ে আগের ছন্দে ফেরার ব্যাপারে আশাবাদী টিম ম্যানেজমেন্ট।