শুধু তাই নয়, টি–টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথমবার রান তাড়া করতে নেমে দুই ব্যাটার সেঞ্চুরি করেছেন। ব্রিসবেনের দুই ব্যাটার ম্যাট রেনশো ও জ্যাক উইল্ডারমুথ দুজনই পেয়েছেন সেঞ্চুরির দেখা। তাদের দু’জনে মিলে ২১২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে হিটকে চোখ ধাঁধানো ৮ উইকেটের জয় এনে দিয়েছেন।
এই ম্যাচে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ব্রিসবেন। ব্যাটিংয়ে পার্থ তোলে ৬ উইকেটে ২৫৭ রান। দলটির হয়ে ফিন অ্যালেন ৩৮ বলে ৭৯ ও কুপার কনলি ৩৭ বলে ৭৭ রানের ঝড়ো ইনিংস খেলেছেন। দুজনের ১৪২ রানের জুটিতে ছিল ১৪টি ছক্কার মারও।
শেষদিকে নিক হবসন অপরাজিত ৪৮ রানের ইনিংস খেলে রেকর্ড সংরহ এনে দেন পার্থকে। ব্রিসবেনের বোলাররা রানের স্রোত থামাতে পারেননি; অভিজ্ঞ শাহিন শাহ আফ্রিদিও এক স্পেলে ৪৯ রান খরচ করেন। জেভিয়ার বার্টলেট ২ উইকেট নিলেও চার ওভারে রান গেছে ওভারপ্রতি ১১ করে।
রান তাড়ার নেমে প্রথম বলেই ঝাই রিচার্ডসনের শিকার হয়ে ফেরেন ব্রিসবেন অধিনায়ক কলিন মুনরো। এরপর রেনশো ও উইল্ডারমুথ মিলে শুরু করেন দুর্দান্ত পাল্টা আক্রমণ—রানরেটকে নাগালের মধ্যেই রেখে গড়ে তোলেন রেকর্ড জুটি। ৪৮ বলেই সেঞ্চুরি পূর্ণ করেন রেনশো।
তার ইনিংসটি সাজানো ছিল ৯টি বিশাল ছক্কায়। শেষদিকে তিনি রানআউট হলেও ততক্ষণে জয়ের সুবাস পাওয়া শুরু করে। এরপর আর ব্রিসবেনকে বেগ পেতে দেননি উইল্ডারমুথ। তিনি ৫৪ বলে অপরাজিত ১১০ রানের ইনিংস খেলেছেন। তার ইনিংস জুড়ে ছিল ৯টি ছক্কা ও ৫টি চার।