গ্লোবাল সুপার লিগে খেলতে চায় বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী

গ্লোবাল সুপার লিগ
বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স
বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স
ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট
ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট
গ্লোবাল সুপার লিগ (জিএসএল) টি-টোয়েন্টিতে প্রথম দুই আসরে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছে রংপুর রাইডার্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চ্যাম্পিয়ন হিসেবে টুর্নামেন্টের আগামী আসরে অংশ নিতে চায় রাজশাহী ওয়ারিয়র্স। ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছেন হান্নান সরকার। রাজশাহীর প্রধান কোচ জানান, মালিকপক্ষও ফ্র্যাঞ্চাইজিটিকে বিশ্ব মঞ্চে দেখতে চান।

২০০৯ সালে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি চালু হলেও ২০১৪ সালে সেটা বন্ধ হয়ে যায়। সেই ধারণা থেকেই গ্লোবাল সুপার লিগ আয়োজনের সিদ্ধান্ত নেয় গায়ানা। ২০২৪ সালে টুর্নামেন্টের প্রথম আসরে বিপিএলের প্রতিনিধি হিসেবে সুযোগ পেয়েছিল চ্যাম্পিয়ন বরিশাল। তবে নানান কারণে তারা অংশ নিতে রাজি না হওয়ায় সুযোগ পায় রংপুর। জিএসএলের প্রথম আসরেই বাজিমাত করে বাংলাদেশের প্রতিনিধিরা।

অস্ট্রেলিয়ার ক্রিকেট ভিক্টোরিয়াকে হারিয়ে প্রথম আসরেই শিরোপা জেতে রংপুর। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হিসেবে দ্বিতীয় আসরেও খেলার সুযোগ পায় ফ্র্যাঞ্চাইজি। গত মৌসুমে ফাইনালে উঠলেও গায়ানা আমাজন ওয়ারিয়র্সের কাছে হেরে রানার্স আপ হয়েছে রংপুর। কদিন আগে শেষ হওয়া বিপিএলে এলিমিনেটর থেকেই বিদায় নিয়েছে তারা। যার ফলে জিএসএলে খেলার সুযোগ নেই তাদের।

প্রথমবারের মতো বিপিএলে অংশ নিয়েই বাজিমাত রাজশাহীর। নাবিল গ্রুপের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে খেলেছেন মুশফিকুর রহিম, জিমি নিশাম, কেন উইলিয়ামসন, তানজিদ হাসান তামিমের মতো ক্রিকেটাররা। বিপিএলে শিরোপা জিতে এবার বিশ্ব মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে চায় তারা।

জিএসএলে অংশ নেয়ার জন্য আগ্রহ প্রকাশ করার পাশাপাশি টুর্নামেন্ট কমিটির সঙ্গেও যোগাযোগের চিন্তা করছে ফ্র্যাঞ্চাইজিটি। ব্যাটে-বলে মিলে গেলে টুর্নামেন্টের আগামী আসরে দেখা যেতে পারে তাদের। রাজশাহীকে বিপিএল জেতানো কোচ হান্নান ক্রিকফ্রেঞ্জিকে বলেন, ‘অবশ্যই, আমরা গ্লোবাল সুপার লিগের মতো টুর্নামেন্টে খেলতে চাই।’

‘আমাদের মালিকপক্ষও চায় আমরা যেন বিশ্বমঞ্চে রাজশাহী ওয়ারিয়র্সকে প্রতিনিধিত্ব করি। আমরা আপাতত আলোচনা শুরু করেছি। টুর্নামেন্টের সঙ্গে যারা সম্পৃক্ত আছেন তাদের সাথে যোগাযোগ করব এবং অংশগ্রহণের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ধারণা নেয়ার চেষ্টা করব। তারপর যদি সুযোগ থাকে তাহলে অবশ্যই জিএসএলের মতো টুর্নামেন্টে আপনারা রাজশাহীকে দেখতে পারবেন।’

গায়ানার টুর্নামেন্টের প্রথম আসরে হয়েছে ২০২৪ সালের নভেম্বর-ডিসেম্বরে। দ্বিতীয় মৌসুমে মাঠে গড়ায় গত বছরের জুন-জুলাইয়ে। তবে তৃতীয় আসর কবে হবে তা নিয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, বিপিএল থেকে প্রতিনিধি নিতে আগামী কয়েক মাসের মধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে যোগাযোগ করতে পারে টুর্নামেন্ট কমিটি। তখন স্বাভাবিকভাবেই বিপিএলের চ্যাম্পিয়ন হিসেবে সুযোগ মিলবে রাজশাহীর।

আরো পড়ুন: