তাদের অধীনেই এবার চমক দেখিয়েছে চট্টগ্রাম। সবাইকে চমকে দিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে তারা। বিশেষ করে এবারের বিপিএলে দলটির শরিফুল ইসলাম ও শেখ মেহেদী নিজেদের নতুন করে চিনিয়েছেন। ২৪ উইকেট নিয়ে এবারের বিপিএলের সর্বোচ্চ উইকেটশিকারি শরিফুল। এদিকে মেহেদী ১৫ উইকেট নেয়ার পাশাপাশি ১৭৩ রান করেছেন।
আর তাতেই দলটির শিরোপার সুবাস পাচ্ছে। রাজশাহীকে হারানোর পর ক্রিকফ্রেঞ্জির সঙ্গে আলাপকালে শরিফুল ভূয়সী প্রশংসা করেছেন অধিনায়ক মেহেদীর। তার এমন পারফরম্যান্সের পেছনেও মেহেদীর অবদান আছে বলে স্বীকার করেছেন তিনি। তা ছাড়া টিম ম্যানেজমেন্ট ও কোচিং স্টাফদের সমর্থন তাকে আত্মবিশ্বাসী করেছে বলে জানিয়েছেন শরিফুল।
তিনি বলেন, 'খেলা শুরু হওয়ার আগে অনেকে অনেক কথা বলছে আমাদের দল নিয়ে। দেখেন আমাদের দলে নামে কেউ নাই কিন্তু আমরা ১১ জন একটা দল আছি। টিম বন্ডিং আমাদের খুব ভালো ছিল এবং আমরা সবাই প্রতিটা ম্যাচে যখনই দলগতভাবে ভালো খেলেছি তখনই আল্লাহর রহমতে ফলাফল আমাদের পক্ষে আসছে।'
তিনি আরও যোগ করেন, 'না এটা কোনো কমিটির দল না। একটা দল মাঝখান থেকে মালিকরা যখন সরে গেছে তখন তো আমাদের বোর্ড দায়িত্ব নিয়েছে। বিশেষ করে সুমন স্যার, তার কথা না বললেই নয়। তারপরে বাবুল স্যার। তারা দায়িত্ব নিয়ে আমাদের আগলে রেখেছেন সবাইকে। এটা আমাদের জন্য ভালো পাওয়া।'
নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে এবারের বিপিএলে নিজের সেরা বোলিং পারফরম্যান্সটি দেখিয়েছিলেন শরিফুল। সেই ম্যাচে ৯ রানে ৫ উইকেট তুলে নিয়েছিলেন এই পেসার। যদিও নিজের ১ ওভার বাকি থাকলেও শরিফুলকে উইকেট নেয়ার সুযোগ করে দেন মেহেদী।এ কারণে অধিনায়কের প্রতি কৃতজ্ঞ এই পেসার।
শরিফুল বলেন, 'অধিনায়ক অনেক অসাধারণ খেলছে পুরো টুর্নামেন্ট। বিশেষ করে যেদিন আমি ৫ উইকেট পাই সেদিনকার কৃতিত্ব আমি তাকে দিয়েছিলাম। উনি (শেখ মেহেদী) কিন্তু ওইদিন খুব ভালো বোলিং করেছিলেন। চাইলে কিন্তু উনি বোলিংয়ে আসতে পারতেন কিন্তু দলের প্রয়োজনে হয়তো আমাকে দিয়েছেন, তার জন্য আমি ৫টা উইকেট পেয়েছি। উনি বোলিং করলে নাও পেতে পারতাম। এটা বেশ ইতিবাচক এবং উনি দলকে আগে প্রাধান্য দেন।'