
ক্লোজ ম্যাচ ক্ষতিকর, হার্ট সবসময় সহ্য করতে পারে না: সিমন্স
টানা দুই ম্যাচ রীতিমতো হারতে হারতে জিতেছে বাংলাদেশ। দুটি ম্যাচেই গুরুত্বপূর্ণ সময়ে উইকেট হারাতে দেখা গেছে বাংলাদেশ দলকে। যার কারণে ম্যাচ দুটি যেতে পারত যেকোনো দিকেই। যদিও দুই ম্যাচের টেলএন্ডারদের নিয়ে নুরুল হাসান সোহানের পারফরম্যান্স জিতিয়েছে টাইগারদের। চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশ দলের এমন পারফরম্যান্সে খুশি ফিল সিমন্স। যদিও বাংলাদেশের প্রধান কোচ হাসিমুখে মনে করিয়ে দিলেন এরকম জয় মানুষকে হৃদরোগ পাইয়ে দিতে পারে।