
এশিয়া কাপ নয়, সিমন্সের ভাবনায় শুধুই নেদারল্যান্ডস সিরিজ
তিন সপ্তাহের ক্যাম্পের পর নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। এশিয়া কাপের প্রস্তুতি ঘাটতি না রাখতেই হুট করে ডাচদের ডেকে আনে বিসিবি। এশিয়া কাপের প্রস্তুতির জন্য সিরিজটি আয়োজন করা হলেও আপাতত সেপ্টেম্বরে হতে যাওয়া টুর্নামেন্ট নিয়ে খুব বেশি ভাবছে না বাংলাদেশ। ফিল সিমন্স জানালেন, তাদের ভাবনায় এখন কেবলই নেদারল্যান্ডস সিরিজ।