শামীমকে নিয়ে ধোঁয়াশা

বাংলাদেশ
শামীমকে নিয়ে ধোঁয়াশা
ক্রিকফ্রেঞ্জি
Author photo
ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট
· ১ মিনিট পড়া
নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে স্বাভাবিকভাবেই সেন্টার উইকেটের পাশে ব্যাটিং করার সুযোগ পেয়েছেন ক্রিকেটাররা। প্রেসবক্স থেকে তাকালে ডান পাশের উইকেটে ব্যাটিং করছিলেন লিটন দাস। স্পিনারদের বিপক্ষে নিজেকে ঝালিয়ে নিতেই রিশাদ হোসেন, শেখ মেহেদী ও তানভীর ইসলামের বিপক্ষে খেলছিলেন তিনি। স্পিন ছেড়ে লিটন একটু পর গেলেন পাশের উইকেটে, তাসকিন আহমেদ, ‍মুস্তাফিজুর রহমানের বিপক্ষে খেলতে।

লিটনের ছেড়ে যাওয়া জায়গায় স্পিনারদের বিপক্ষে ব্যাটিং করতে এলেন শামীম হোসেন পাটোয়ারী। বাঁহাতি ব্যাটারের সঙ্গে অনপ্রান্তে ছিলেন নুরুল হাসান সোহান। ওলট-পালট করে দুজনই বেশ খানিকটা সময় ব্যাটিং করলেন। অসুস্থতা কাটিয়ে ব্যাটিংয়ে ফিরে রিশাদ-মেহেদীর মতো স্পিনারের বিপক্ষে সুবিধা করতে পারছিলেন না শামীম। যদিও একটু পর নিজেকে গুছিয়ে নিয়েছেন।

অসুস্থতার কারণে সিলেটে হওয়া ক্যাম্পের শুরুর দিকে ছিলেন না শামীম। কদিন আগে হওয়া আন্তঃস্কোয়াড ম্যাচেও ছিলেন না বাঁহাতি এই ব্যাটার। সিরিজ শুরুর আগে অনুশীলনে ফিরলেও প্রথম টি-টোয়েন্টিতে খেলতে পারবেন কিনা সেটার নিশ্চয়তা দিতে পারেননি ফিল সিমন্স। ফিটনেস ঠিক থাকলেও বাংলাদেশের প্রধান কোচ জানিয়েছেন, শামীমের আরও কয়েকদিন সময় লাগতে পারে।

এ প্রসঙ্গে সিমন্স বলেন, ‘শামীম গত ৫-৬ দিন ধরে খুব ভালো অবস্থায় আছে। সে বেশ ভালো অনুশীলন করছে। আজকে আমরা যা করেছি সেও এগুলো সবই করেছে। তাঁর ফিটনেস ফিরে এসেছে। তবে আমি মনে করি শামীমের আরও কয়েকদিন সময় লাগবে।’

আন্তঃস্কোয়াড ম্যাচে বিসিবি লাল দলের হয়ে খেলেছিলেন পারভেজ হোসেন ইমন। সেদিন ফিল্ডিংয়ের সময় চোট পেয়েছিলেন বাঁহাতি এই ব্যাটার। ওই সময় মাঠ ছেড়ে চলে গেলেও পরবর্তীতে ব্যাটিংয়ে নেমেছিলেন তিনি। যদিও ৩ বলে ১ রানের বেশি করতে পারেননি ইমন। সিরিজ শুরুর আগে পুরোদমে অনুশীলনও করেছেন। ফিট হয়ে ওঠায় ইমনের খেলার নিশ্চয়তা দিয়েছেন সিমন্স।

বাংলাদেশের প্রধান কোচ বলেন, ‘হ্যাঁ, ইমন কাঁধে আঘাত পেয়েছিল। কিন্তু সে এখন ঠিক আছে। আমাদের সবার মতো সেও সবকিছু করেছে। ইমন ফিটনেস পরীক্ষায় পাশ করেছে। খেলার জন্য ফিট আছে।’

আরো পড়ুন: ফিল সিমন্স