ক্যাচ মিসেই ম্যাচ হাতছাড়া হয়েছে দাবি সিমন্সের

বাংলাদেশ
ক্যাচ মিসেই ম্যাচ হাতছাড়া হয়েছে দাবি সিমন্সের
ফিল সিমন্স, বাংলাদেশ দলের প্রধান কোচ
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
ভারতের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে একাধিক ক্যাচ হাতছাড়া করেছে বাংলাদেশ দল। এমনকি পাকিস্তানের বিপক্ষে বাঁচা মরার ম্যাচে বারবার পাকিস্তানি ব্যাটারদের জীবন দিয়েছেন বাংলাদেশের ফিল্ডাররা। শাহীন আফ্রিদি থেকে শুরু করে মোহাম্মদ নাওয়াজ প্রত্যেকেই একাধিক জীবন পেয়েছেন।

আর সেটাই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে বলে মনে করেন বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স। ভারতের বিপক্ষে ম্যাচের আগে সাইড স্ট্রেইনের চোটে পড়েছিলেন লিটন দাস। এরপর তিনি খেলতে পারেননি পাকিস্তানের বিপক্ষেও। এসবকেই বাংলাদেশের ম্যাচ হারের কারণ মনে করেন বাংলাদেশ দলের প্রধান কোচ।

তিনি সংবাদ সম্মেলনে বলেন, 'আমি মনে করি লিটনের অনুপস্থিতি (বড় পার্থক্য গড়ে দিয়েছে), সে যে ফর্মে আছে... সেটা আমাদের ব্যাটিংয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ। আমি আগেই বলেছি, আমাদের অন্য কিছু দলের মতো ততটা গভীরতা নেই।'

কোচ আরও যোগ করেন, 'আমরা তাদের চাপে রেখেছিলাম, আমার স্কোর মনে নেই, কিন্তু আপনি... যখন সে আসল, তার ক্যাচ ছাড়লেন, এরপর সে দুটি বড় ছক্কা মারল। আমরা নাওয়াজের ক্যাচ ছাড়লাম। নাওয়াজ তারপরেও ১৮ বা ১৯ রানের মতো কিছু করেছিল। তাই, আমি মনে করি সেখানেই খেলাটা বদলে গিয়েছিল কারণ এর আগে, যেমনটা আপনি বলেছেন, আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছিল।'

পাকিস্তানকে ১৩৫ রানে আটকে দিয়েও জিততে পারেনি বাংলাদেশ। এর আগের ম্যাচে ভারতকে ১৬৮ রানে বেধে ফেলেও হারতে হয়েছিল টাইগারদের। বাংলাদেশের পরিকল্পনা থাকে পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে অন্তত ৪০ রান। সর্বোচ্চ ৬০ রানের লক্ষ্য করে বাংলাদেশ। তবে পাকিস্তানের বিপক্ষে তেমনটা না হওয়াতেই বাংলাদেশ ম্যাচে পিছিয়ে গেছে বলে ধারণা সিমন্সের।

এর ব্যাখ্যা দিয়ে সিমন্স বলেন, 'আমরা ১৩০ রান তাড়া করছিলাম। আমরা সেভাবেই খেলি যেভাবে আমরা প্রথম ছয় ওভারে খেলার অনুশীলন করে আসছি। আমরা যদি প্রথম ছয় ওভারে এক উইকেটে ৪০ বা দুই উইকেটে ৪০ রান করি, আমরা নিয়ন্ত্রণে থাকি। যদি আমরা ৬০ রান করি, আমরা... আমরা আরও বেশি নিয়ন্ত্রণে থাকি।'

এশিয়া কাপে দলের ব্যাটিংয়ে সব মিলিয়ে সন্তুষ্ট সিমন্স। তিনি বলেন, 'আমাদের ব্যাটসম্যানরা ভালো শুরু করেছে এবং আমরা এক ম্যাচে ৬০ রান পেয়েছি, অন্যটিতে চল্লিশের বেশি কিছু পেয়েছি। তাই, এটা... এটা ছয় ওভারে একটা ভালো শুরু পাওয়া এবং নিশ্চিত করা যে আমরা ছয় ওভার ঠিকমতো ব্যবহার করছি, সেই ব্যাপার।'

আরো পড়ুন: ফিল সিমন্স