ওয়েস্ট ইন্ডিজে ‘রশিদ-হাসারাঙ্গা’ না থাকায় স্বস্তিতে বাংলাদেশ

বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজে ‘রশিদ-হাসারাঙ্গা’ না থাকায় স্বস্তিতে বাংলাদেশ
আজকের অনুশীলনে বাংলাদেশ দল, বিসিবি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
আফগানিস্তানের বিপক্ষে পুরো ওয়ানডে সিরিজে বাংলাদেশকে যথেষ্ট ভুগিয়েছেন রশিদ খান। এই লেগস্পিনারের কাছেই যেন সিরিজটি হোয়াইটওয়াশ হয় টাইগাররা। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অবশ্য কিছুটা নির্ভার থাকবে বাংলাদেশ। কেননা ওয়েস্ট ইন্ডিজ দলে গুড়াকেশ মোতির মতো মানসম্পন্ন বাঁহাতি স্পিনার থাকলেও কোনো লেগ স্পিনারই নেই!

গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন খোদ বাংলাদেশের হেড কোচ ফিল সিমন্স। লেগ স্পিনারদের বিপক্ষে বাংলাদেশের ব্যাটারদের দুর্বলতা অবশ্য টেকনিক নয়, বরঞ্চ মানসিক দিক থেকেই, এমনটা জানিয়েছেন এই ক্যারিবিয়ান।

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে রশিদের গুগলির কোনো উত্তরই যেন ছিল না বাংলাদেশের ব্যাটারদের। সিরিজে তিন ম্যাচে ১১ উইকেট নেন রশিদ। তার অসাধারণ বোলিংয়ের সামনে পুরোপুরি ব্যর্থ ছিল বাংলাদেশের মিডল অর্ডার।

সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কার বিপক্ষেও ওয়ানিন্দু হাসারাঙ্গার স্পিন খেলতে হিমশিম খেয়েছে বাংলাদেশের ব্যাটাররা। সিমন্স অবশ্য হাসারাঙ্গার বিপক্ষে বাংলাদেশের ব্যাটারদের দুর্বলতা নিয়ে স্বীকার করেননি। তবে রশিদের নামটা তিনি আলাদা করেই বললেন।

সিমন্স বলেন, 'এটি অবশ্যই মানসিক দিক, কারণ আমরা সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছি, তাদেরও শীর্ষ মানের স্পিনার আছে। এবং আমরা তাদের ভালোভাবে খেলেছি। সুতরাং, এটি অবশ্যই মানসিক দিক। না, আমি শুধু বলব যে শেষ সিরিজের জন্য, কারণ আমরা শ্রীলঙ্কার বিপক্ষে বেশ কয়েকবার খেলেছি এবং আমরা হাসারাঙ্গাকে খেলেছি। আমরা তাদের এশিয়া কাপে হারিয়েছি। তাই আমি বলব না যে এটা এমন কিছু, আমি বলব যে সেই সিরিজে আমরা রশিদের বিপক্ষে খারাপ খেলেছিলাম।'

'হ্যাঁ, আপনি এটিকে স্বস্তি হিসাবে দেখতে পারেন (ওয়েস্ট ইন্ডিজ দলে স্পিনার না থাকা)। তবে তাদের এখনও দুই বা তিনজন শীর্ষ শ্রেণীর স্পিনার রয়েছে যারা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে উপরে ছিল। তাই আমাদের এখনও এটি নিয়ে ভাবতে হবে। তারা যে একজন লেগ স্পিনার পায়নি, এই বিষয়টি আমরা অগ্রাহ্য করতে পারি না।'

একইদিনে মিরাজের অধিনায়কত্বের প্রশংসাও করেন সিমন্স। পুরো সিরিজে প্রথম ম্যাচে ৬০ রানের দারুণ ইনিংস খেললেও বাকি দুই ম্যাচে চার ও ছয় রানে আউট হন মিরাজ। সিমন্সের মতে, পরের দুটি ম্যাচে টপ অর্ডার পুরোপুরি ব্যর্থ হওয়ায় পরিস্থিতি সামাল দেয়া কষ্টসাধ্য হয়ে যায় মিরাজের পক্ষে।

ব্যাটার হিসেবে ব্যর্থ হলেও মিরাজের অধিনায়কত্বে কোনো ভুল দেখছেন না সিমন্স। ফলাফল আনতে নেতা হিসেবে মিরাজ ব্যর্থ হওয়ার মূল দায় দলের অন্যান্য ব্যাটারদের দিচ্ছেন ক্যারিবিয়ান কোচ।

সিমন্স আরো বলেন, 'আমাদের শুরুটা যেমন হয়েছে, সে কারণেই মিরাজকে এভাবে খেলতে হয়েছে। বিশেষ করে যেখানে সে এবং হৃদয় জুটি গড়েছিল, তাকে আবার তা গড়তে হয়েছিল। আর এটাই ছিল সেই অংশ যা আমাদের দেখতে হবে। পরিস্থিতির কারণে তাকে সেভাবে খেলতে হয়েছে, তবে আমি নিশ্চিত যে ভিন্ন পরিস্থিতিতে সে সেই অনুযায়ী খেলবে।'

'মিরাজ একজন ভালো অধিনায়ক, কিন্তু আপনি তার অধিনায়কত্বকে ২০০ এবং ১৯৮ রান তাড়া করতে না পারার উপর ভিত্তি করে বিচার করতে পারেন না। এখন, মাঠে আপনি তার অধিনায়কত্ব বিচার করতে পারেন এবং আমি মনে করি মাঠের অধিনায়কত্ব ভালো হয়েছে, কিন্তু খেলা জেতা আপনার ব্যাটসম্যানদের উপরও নির্ভর করে। আর আপনার ব্যাটসম্যানরা যদি প্রয়োজনীয় রান না করে, তাহলে আপনি সমস্যায় পড়বেন। সুতরাং, যদি আমি তাকে মাঠে বিচার করি, আমি মনে করি সে ভালো করেছে, কিন্তু জয়ের ক্ষেত্রে, এটা ভালো হয়নি।'

আরো পড়ুন: ফিল সিমন্স