সিমন্সের চাওয়ায় মিরপুরে ব্যাটারদের ‘বিশেষ’ ক্যাম্প

বাংলাদেশ ক্রিকেট
সিমন্সের চাওয়ায় মিরপুরে ব্যাটারদের ‘বিশেষ’ ক্যাম্প
বিসিবি
Author photo
ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট
· ১ মিনিট পড়া
আয়ারল্যান্ড সিরিজের পর আপাতত বিশ্রামে আছেন লিটন দাস-তানজিদ হাসান তামিমরা। তবে জাতীয় দলের ক্রিকেটারদের খুব বেশিদিন ছুটি কাটানোর সুযোগ নেই। সবশেষ টি-টোয়েন্টি সিরিজে থাকা বেশিরভাগ ব্যাটারদের নিয়ে এক সপ্তাহের বিশেষ ক্যাম্প করবেন ফিল সিমন্স। ৬ ডিসেম্বর থেকে মিরপুরে শুরু হতে পারে বিশেষ ক্যাম্পটি।

বাংলাদেশের ব্যাটিং–দুর্দশার গল্পটা বেশ পুরনো। এক সিরিজে ভালো করলেও পরের কয়েক সিরিজে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেন না। গত এশিয়া কাপ, আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজে ব্যাট হাতে ভুগেছেন ব্যাটাররা। একটা সময় বিদেশি বিশেষজ্ঞ ব্যাটিং কোচ নিয়োগ দেয়ার কথাও ভেবেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

যদিও শেষ পর্যন্ত মোহাম্মদ আশরাফুলকে বেছে নিয়েছে দেশের ক্রিকেট বোর্ড। প্রতিপক্ষ আয়ারল্যান্ড হওয়ায় ব্যাটিংয়ে অবশ্য খুব বেশি চ্যালেঞ্জের মুখে পড়তে হতে হয়নি লিটনদের। এমন সিরিজেও অবশ্য সবাইকে একযোগে জ্বলে উঠতে পারেননি। তিন ম্যাচের সিরিজে লিটন ও তানজিদ হাফ সেঞ্চুরি পেয়েছেন একটি করে। সাইফ হাসানও প্রত্যাশা মেটাতে পারেননি। সবচেয়ে বেশি দুশ্চিন্তা বাড়িয়েছে মিডল অর্ডার ও লোয়ার মিডল অর্ডার ব্যাটাররা।

আরও একবার ব্যর্থ হয়েছেন জাকের আলী অনিক, নুরুল হাসান সোহানরা। সবশেষ কয়েক সিরিজেই ব্যাট ধারাবাহিকভাবে রান করতে পারেননি জাকের, সোহান, শামীম হোসেন পাটোয়ারিরা। আয়ারল্যান্ড সিরিজ শেষে প্রায় সবাই ছুটিতে আছেন। তবে ব্যাটারদের ছুটি খুব বেশি দীর্ঘস্থায়ী হচ্ছে না। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আন্তর্জাতিক কোন সিরিজ নেই বাংলাদেশের। বিশ্বকাপের আগে লিটনরা খেলবেন শুধু বিপিএল।

দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শুরু হবে আগামী ২৬ ডিসেম্বর থেকে। যার ফলে আগামী কয়েক সপ্তাহ কিছু করার নেই ক্রিকেটারদের। এমন অবস্থায় ব্যাটারদের নিয়ে বিশেষ ব্যাটিং ক্যাম্প করার পরিকল্পনা করেছেন সিমন্স। বাংলাদেশের প্রধান কোচের চাওয়াতে এমন আয়োজনও করছে বিসিবি। দুই-একজন ক্রিকেটার ছুটিতে থাকলেও বাকিরা প্রায় সবাই ক্যাম্পে থাকবেন। যেখানে প্রত্যেকটা ব্যাটারের সঙ্গে আলাদা করে কাজ করবেন সিমন্স।

এ প্রসঙ্গে বিসিবির বিশ্বস্ত একটি সূত্র ক্রিকফ্রেঞ্জিকে বলেন, ‘প্রধান কোচ ফিল সিমন্স আমাদের এমন একটা পরিকল্পনা দিয়েছে, আমরা সেটা আমলেও নিচ্ছি। বিশ্বকাপের আগে প্রত্যেক ব্যাটারকে নিয়ে আলাদা আলাদা কাজ করতে চান তিনি। সূচি এখনো চূড়ান্ত হয়নি তবে ৬ ডিসেম্বর থেকে ক্যাম্প শুরু হতে পারে। সপ্তাহখানেকের ক্যাম্প শেষে ১৫ তারিখ থেকে বিপিএল দলের সঙ্গে ক্রিকেটাররা যোগ দেবে।’

সিমন্সের পাশাপাশি ক্যাম্পে থাকবেন ফিজিও, ট্রেনাররা। এ ছাড়া সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন, বিশেষজ্ঞ ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলকেও পাওয়া যাবে। আয়ারল্যান্ড সিরিজের আগে সালাহউদ্দিন পদত্যাগ পত্র জমা দিলেও সেটা গ্রহণ করেনি বিসিবি। যার ফলে ২০২৭ বিশ্বকাপ পর্যন্তই থাকছেন তিনি।

দুই টেস্টের সঙ্গে তিন টি-টোয়েন্টিতে লিটন দাস-তানজিদ হাসান তামিমদের সঙ্গে কাজ করেছেন আশরাফুল। ব্যাটিং কোচ হিসেবে পুরো সিরিজে আশরাফুল যেভাবে কাজ করেছেন সেটা নিয়ে সন্তুষ্ট বিসিবি। চট্টগ্রামে আয়ারল্যান্ড সিরিজ শেষে আশরাফুলের সঙ্গে দেখা করে ভবিষ্যত নিয়ে আলোচনা করেছেন নাজমুল আবেদিন ফাহিম। যেখানে তারা দুজনই কাজ চালিয়ে যাওয়ার ব্যাপারে সম্মত হয়েছেন।

যার ফলে আগামী বিশ্বকাপেও লিটনদের ব্যাটিং কোচ হিসেবে কাজ করবেন আশরাফুল। বাংলাদেশের সাবেক অধিনায়কের কাজ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্তই আটকে থাকছে না। বিসিবির বিশ্বস্ত একটি সূত্র ক্রিকফ্রেঞ্জিকে জানিয়েছে, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত আশরাফুলের চুক্তি বাড়ানো হতে পারে। দুই পক্ষই তাতে মত দিয়েছেন বলে জানা গেছে।

আরো পড়ুন: বাংলাদেশ