‘বিশ্বকাপে ভালো করলেই হবে, আমার আর কিছু লাগবে না’
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে জাকের আলীর সঙ্গে নুরুল হাসান সোহানের ব্যাটও হাসেনি। সবশেষ কয়েক সিরিজেই ছয় কিংবা সাত নম্বরে ধারাবাহিকভাবে রান করতে পারছেন না তাদের দুজনের কেউই। প্রায় একই ভূমিকায় খেলা শামীম হোসেন পাটোয়ারি রান করতে পারছেন না বলে তো স্কোয়াড থেকেই বাদ পড়েছিলেন। ফিনিশারের ভূমিকায় খেলা কেউই ছন্দে না থাকলেও উদ্বিগ্ন নন লিটন দাস। বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কের চাওয়া বিশ্বকাপে ভালো খেলে দিলেই হবে।