বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট না করার তাগিদ সোহানের
নানা জল্পনা কল্পনা পেরিয়ে যথা সময়েই মাঠে গড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এরই মধ্যে উদ্বোধনী ম্যাচে সিলেট টাইটান্সের বিপক্ষে মাঠে নেমেছে রাজশাহী ওয়ারিয়র্স। যদিও টুর্নামেন্টের ঠিক আগেরদিন ফ্র্যাঞ্চাইজি ছেড়ে দিয়েছে চট্টগ্রাম রয়্যালস। দলটির মালিকানা নিয়ে নিয়েছে বিসিবি। এ ছাড়া বিপিএলের আগে কোনো ক্যাপ্টেন্স ফটোশুট অনুষ্ঠিত হয়নি। দেখা যায়নি ট্রফিও।