উত্তেজনা জমিয়ে সোহান-রিশাদের ক্যামিওতে জিতল বাংলাদেশ

বাংলাদেশ
উত্তেজনা জমিয়ে সোহানের ক্যামিওতে জিতল বাংলাদেশ
নুরুল হাসান সোহান
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৪ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। দারুণ শুরুর পরও রশিদ খানের এক স্পেলে হারের শঙ্কা জাগে বাংলাদেশের। তবে নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেন মিলে ৮ বল হাতে রেখেই বাংলাদেশের জয় নিশ্চিত করেন।

আফগানিস্তানকে ১৫১ রানের মধ্যে আটকে দিয়ে উড়ন্ত সূচনা পেয়েছিল বাংলাদেশ। ওপেনিং জুটিতে তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন মিলে ১০৯ রানের জুটি গড়ে। সেই সময় মনে হচ্ছিল বাংলাদেশ ১০ উইকেট হাতে রেখেই হয়তো জিততে চলেছে। এমন শুরুর পরও বাংলাদেশের ব্যাটিং লাইনআপ ধ্বংসস্তূপে রূপ নিতে বেশি সময় লাগেনি। ১১৮ রানের মধ্যে বাংলাদেশ হারায় আরও ৫ উইকেট।

ভালো শুরুর পর হাফ সেঞ্চুরি তুলে নিয়ে ইমন আউট হয়েছেন ৩৭ বলে ৫৪ রান করে। এরপর সাইফ হাসান আউট হন শূন্য রানে। ৬ রান করেন অধিনায়ক জাকের আলী। শামীম হোসেন পাটোয়ারিও রানের খাতা খুলতে ব্যর্থ হন। শূন্য রানে ফিরেছেন তানজিম সাকিবও। বাংলাদেশের ইনিংস ধ্বংসস্তূপ বানাতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন আফগান স্পিনার রশিদ খান। নিজের শেষ দুই ওভারে বাংলাদেশের ৪ উইকেট নিয়েছেন তিনি।

১৩ তম ওভারে নিজের তৃতীয় ওভার করতে এসে রশিদ আউট করেন সাইফ ও তানজিদকে। আর ১৫ তম ওভারে তিনি ফেরান জকের ও শামীমকে। ৪ ওভারে ১৮ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। নূর আউট করেন তানজিমকে। এরপর রিশাদ ও সোহান বাংলাদেশকে পথ দেখিয়েছেন। সোহান ১৩ বলে ২৩ ও রিশাদ ৯ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন। এর মধ্যে ১৯তম ওভারে রিশাদ দুটি ছক্কা ও একটি চার মেরে ১৭ রান তুলে নিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন।

এর আগে এই ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি তাদের। ৪০ রানে ৪ উইকেট হারায় তারা। রহমানউল্লাহ গুরবাজের ৩১ বলে ৪০ ও মোহাম্মদ নবির ২৫ বলে ৩৮ রানে ভর করে লড়াইয়ের পুঁজি নিশ্চিত করে আফগানিস্তান।

১২ বলে ১৭ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন শরাফউদ্দিন আশরাফ। বাংলাদেশ দলের হয়ে তানজিম ও রিশাদ নেন দুটি করে উইকেট। একটি করে উইকেট নেন তাসকিন আহমেদ, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

আরো পড়ুন: বাংলাদেশ