৩ সপ্তাহের জন্য মাঠের বাইরে সোহান

বাংলাদেশ
৩ সপ্তাহের জন্য মাঠের বাইরে সোহান
গোঁড়ালির চোটে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন নুরুল হাসান সোহান, ক্রিকফ্রেঞ্জি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ চলাকালীন পাওয়া চোট থেকে এখনই সেরে ওঠা হচ্ছে না নুরুল হাসান সোহানের। উইকেটরক্ষক এই ব্যাটার সিরিজের শেষ ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় গোড়ালিতে চোট পান। এরপর থেকেই মাঠের বাইরে তিনি। তবে মাঠে ফিরতে সোহানকে অপেক্ষা করতে হবে অন্তত ৩ সপ্তাহ।

উইন্ডিজ সিরিজের শেষ ওয়ানডেতে চোট পাওয়া সোহানের এমআরআই করানোর পরই বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে। বিসিবির মেডিকেল বিভাগের একটি সূত্র ক্রিকফ্রেঞ্জিকে জানিয়েছে, আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে মাঠে ফেরার সম্ভাবনা আছে এই ক্রিকেটারের।

ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের ১১তম ওভারে ইনজুরিতে পড়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন সোহান। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা এবং এক্স-রে করার পর প্লাস্টার করানো হয় তার। এরপর রাতেই হাসপাতাল থেকে হোটেলে ফেরেন সোহান।

সূত্রের ভাষ্যমতে, সোহানের চোট তেমন গুরুতর নয়। সে ভালো আছে। এমআরআই রিপোর্ট এসেছে তাতে বড় কোন কিছু ধরা পরেনি। তবে অন্তত ৩ সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হবে।

অন্যদিকে সিরিজের শেষ ওয়ানডেতে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন শরিফুল ইসলাম। এতোদিন তিনিও বিসিবির পর্যবেক্ষনে ছিলেন। বিসিবির মেডিকেল বিভাগের সূত্র ক্রিকফ্রেঞ্জিকে জানিয়েছে, শরিফুলকে অন্তত ১৫দিন বিশ্রামে থাকতে হবে। শরিফুলের হ্যামস্ট্রিং ঠিক হতে লাগবে ২ সপ্তাহের মতো।

উইন্ডিজ সিরিজ শেষে দলের বাকি সদস্যরা ঢাকায় ফিরলেও সন্ধ্যায় আলাদা ব্যবস্থায় ফেরেন সোহান ও শরিফুল। এরপর ঢাকাতেই বিশ্রামে ছিলেন তারা, অংশ নেননি এনসিএলের চলমান রাউন্ডেও। খুলনার হয়ে আগামী দুই রাউন্ডেও অংশ নিতে পারবেন না সোহান।

শেষ ম্যাচ ৫ উইকেটে হেরে ওয়েস্ট ইন্ডিজের কাছে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। তবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ক্যারিবীয়দের ২-১ ব্যবধানে হারায় টাইগাররা।

আরো পড়ুন: নুরুল হাসান সোহান