সোহানের পায়ে প্লাস্টার, করানো হচ্ছে এমআরআই

বাংলাদেশ
সোহানের পায়ে প্লাস্টার, করানো হচ্ছে এমআরআই
গোঁড়ালির চোটে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন নুরুল হাসান সোহান, ক্রিকফ্রেঞ্জি
Author photo
ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট
· ১ মিনিট পড়া
বাংলাদেশের ব্যাটিংয়ের শুরুটা আশাজাগানিয়া হলেও পরবর্তীতে আবারও পুরনো ছন্দে ফেরে বাংলাদেশ। ইনিংসের শেষের দিকে ‘প্রত্যাশিতভাবেই’ ধস নামে। আবারও ব্যাটিং ব্যর্থতার কবলে পড়ে তৃতীয় টি-টোয়েন্টিতেও হারে স্বাগতিকরা। ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ হওয়ার ম্যাচে চোটে পড়েছেন নুরুল হাসান সোহান ও শরিফুল ইসলাম। আপাতত দুজনই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগের পর্যবেক্ষণে আছেন।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসের ঘটনা। পানি পানের বিরতির পর আবারও শুরু হয় খেলা। ১১তম ওভারে শেখ মেহেদীর প্রথম বলে ফ্লিক করে ডিপ মিড স্কয়ার লেগে বল পাঠিয়ে এক রান নেন আকিম ওগিস। লিটন দাস উইকেটকিপিং করায় ফিল্ডার হিসেবে ফিল্ডিং করছিলেন সোহান।

ওই বলের সময় টিভি স্ক্রিনে দেখায় হঠাৎই মাটিয়ে লুটিয়ে পড়েছেন সোহান। পায়ের গোঁড়ালির অংশের দিকে ইঙ্গিত করে ব্যথায় কাতরাচ্ছিলেন তিনি। পরবর্তীতে ফিজিও বায়োজিদুল ইসলাম এসে তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দেয়ার চেষ্টা করেন। যদিও সেটা খুব বেশি কাজে দেয়নি। এমনকি পায়ে ভর করে দাঁড়াতে না পারায় স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া যায়।

স্ট্রেচারে করে ড্রেসিং রুমে নিয়ে যাওয়ার পর সেখান থেকে এক্স-রে করানোর জন্য সোহানকে হাসপাতালেও নেয়া হয়। যদিও এক্স-রেতে গোঁড়ালির বিশেষ কোনো চোট ধরা পড়েনি। যার ফলে কাল (রবিবার) সোহানের গোঁড়ালির লিগামেন্টের এমআরআই করানো হবে। আপাতত ডানহাতি ব্যাটারের পায়ে প্লাস্টার করানো হয়েছে। ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির বিশ্বস্ত একটি সূত্র।

জানা গেছে, চট্টগ্রাম থেকে সকালে ঢাকায় ফেরা সোহান রবিবার (২ নভেম্বর) বিসিবির মেডিকেল বিভাগের সঙ্গে দেখা করবেন। একই ম্যাচে সোহানের মতো চোটে পড়েছেন শরিফুল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে সুযোগ পেয়ে ২ ওভারে ১২ রান দেন তিনি। তাওহীদ হৃদয় ও সাইফ ক্যাচ মিস না করলে আমির জাঙ্গুর উইকেটও পেতে পারতেন বাঁহাতি এই পেসার।

প্রথম চার ওভারের মধ্যে ২ ওভার বোলিং করলেও পরবর্তীতে তাকে বল হাতে দেখা যায়নি। পরবর্তীতে জানা যায়, হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন শরিফুল। চোট কতটা গুরুতর সেটা জানতে ইতোমধ্যে এমআরআইও করানো হয়েছে। তবে এখনো চোটের গভীরতা নিশ্চিত হতে পারেনি বিসিবির মেডিকেল বিভাগ। গ্রেড-ওয়ানের চোটে পড়লে ২-৩ সপ্তাহের জন্য ছিটকে যেতে হতে পারে তাকে। গ্রেড-টু হলে সেটা আরও কয়েক সপ্তাহ বাড়তে পারে।

আরো পড়ুন: বাংলাদেশ