‘বড় নাম থাকলেও সবাইকে দায়িত্ব নিতে হবে’

বিপিএল
বিসিবি
বিসিবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সিলেট টাইটান্স, ঢাকা ক্যাপিটালস ও চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে বিপিএলের চলতি আসরে উড়ছিল রংপুর রাইডার্স। তবে সবশেষ দুই ম্যাচে নোয়াখালী এক্সপ্রেস ও রাজশাহী ওয়ারিয়র্সের সঙ্গে হেরেছে ফ্র্যাঞ্চাইজি। কাগজে-কলমে টুর্নামেন্টের সেরা দল হলেও মাঠের ক্রিকেটে পুরোপুরি সেটার ছাপ রাখতে পারছে না তারা। নুরুল হাসান সোহান মনে করেন, দলে অনেকগুলো বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও বেশি দায়িত্ব নিতে হবে।

টুর্নামেন্ট শুরুর আগে সোহানের পাশাপাশি মুস্তাফিজুর রহমানের সঙ্গে সরাসরি চুক্তি করে রংপুর। পরবর্তীতে নিলাম থেকে লিটন দাস, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, নাহিদ রানার মতো ক্রিকেটারদের দলে টানে। এ ছাড়া বিদেশি ক্রিকেটার হিসেবে দলে ভিড়িয়েছে পাকিস্তানের ফাহিম আশরাফ, খুশদিল শাহ, ইফতিখার আহমেদ, খাওয়াজা নাফে এবং সুফিয়ান মুকিমদের মতো ক্রিকেটারদের।

পাশাপাশি ইংল্যান্ডের ডেভিড মালান, ওয়েস্ট ইন্ডিজের কাইল মেয়ার্সও খেলছেন রংপুরের জার্সিতে। তারকাঠাসা দল নিয়েও পয়েন্ট টেবিলের তিনে ফ্র্যাঞ্চাইজিটি। সাত ম্যাচ খেলা রংপুর এখনো পর্যন্ত চারটি ম্যাচে জয় পেয়েছে। রাজশাহীর সঙ্গে দুই দেখায় এবং টানা ছয় ম্যাচ হারা নোয়াখালীর বিপক্ষে হেরেছে তারা। লিটনরা এখনো জ্বলে উঠতে না পারায় ভুগছে রংপুর।

এমন অবস্থায় সবাইকে দায়িত্ব নেয়ার পরামর্শ দিয়েছেন সোহান। রংপুরের অধিনায়ক বলেন, ‘আমার কাছে মনে হয় দলে অনেক বড় নাম আছে। কিন্তু আমাদের সবারই আসলে দায়িত্বের জায়গা থেকে আরও বেশি দায়িত্ব নিতে হবে। আর যদি বলি গত দুইটা ম্যাচ খুব বাজেভাবে হেরেছি আমরা।’

রংপুরের অধিনায়ক বিশ্বাস করেন, তিন বিভাগে ভালো করতে পারলেই কেবল ভালো ফলাফল করা সম্ভব। সোহান বলেন, ‘দেখুন— বোলিং ইউনিট বলি, ব্যাটিং ইউনিট বলি বা ফিল্ডিং, আমাদের দল হিসেবে খেলতে হবে। টুর্নামেন্টে যেহেতু লিগ পর্বে আমাদের আরও তিনটা ম্যাচ আছে। দল হিসেবে আমরা এখনো আমাদের শতাভাগ খেলতে পারিনি। যখনই দল হিসেবে আমরা তিনটা জায়গা থেকেই আমরা ভালো করব তখনই আসলে ভালো ফলাফল সম্ভব।’

হৃদয়ের অপরাজিত ৯৭ রানের ইনিংসে রাজশাহীর বিপক্ষে ১৭৮ রান তোলে রংপুর। সেই ম্যাচও জিততে পারেনি তারা। মুহাম্মদ ওয়াসিম ও নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত ব্যাটিংয়ে ৭ উইকেটের সহজ জয় পেয়েছে রাজশাহী। এমন হারের পর ফিল্ডিংয়ে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন সোহান। পাশাপাশি ব্যাটিংয়ে মাঝের ওভারে টানা ৩০ বলে বাউন্ডারি না পাওয়ায় চাপে পড়ে যান। যদিও হৃদয়ের ব্যাটিংয়ের পরামর্শ করেছেন রংপুরের অধিনায়ক।

সোহান বলেন, ‘দেখুন— হৃদয় অসাধারণ ব্যাটিং করেছে এবং ও ইনিংসটা সুন্দর করে গুছিয়েছে। একই সঙ্গে আমার কাছে মনে হয় মাঝে ৩০ বল আমরা বাউন্ডারি ছাড়া ছিলাম। যেহেতু উইকেট ভালো, অবশ্যই আমার মনে হয় রানটাও ভালো ছিল।কিন্তু আমাদের সবচেয়ে বড় উদ্বেগ ফিল্ডিংটা। মাঝে দুইটা ওভার আমরা যদি ভালো করতে পারতাম তাহলে হয়ত রান রেটটা ১০ এর উপরে যাওয়া সম্ভব ছিল। যেটা এই উইকেট কঠিন হতো। কিন্ত আমরা কোন সময়ই রান রেটটা ১০ এর উপরে নিয়ে যেতে পারিনি।’

আরো পড়ুন: