প্রথমবার টি-টোয়েন্টি দলে অঙ্কন, নেই তাসকিন-শামীম
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে অধিনায়ক লিটন দাসের সঙ্গে চট্টগ্রাম গিয়েছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। চট্টগ্রামে যাওয়ার পর পেস বোলিং অলরাউন্ডার জানতে পারেন তিনি টি-টোয়েন্টি দলেই নেই। পরবর্তীতে ঢাকায় ফেরেন তিনি। আকবর আলীর নেতৃত্বে হংকং সিক্সেস টুর্নামেন্টে খেলতে যাওয়ার কথা ছিল সাইফউদ্দিনের। তবে চোটের কারণে সেখানে খেলতে যাওয়া হয়নি তাঁর। চোট কাটিয়ে অবশ্য আবারও জাতীয় দলে ফিরেছেন সাইফউদ্দিন।