চিন্তাভাবনা জটিল না করে সিরিজ জয়ের দিকে নজর টেইটের

বাংলাদেশ- আয়ারল্যান্ড সিরিজ
চিন্তাভাবনা জটিল না করে সিরিজ জয়ের দিকে নজর টেইটের
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন শন টেইট, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করতে চান শন টেইট। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটাই বাংলাদেশ দলের শেষ টি-টোয়েন্টি সিরিজ। এ কারণে সিরিজ জিতে আত্মবিশ্বাস নিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপে যেতে চান বাংলাদেশের পেস বোলিং কোচ।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ হেরেছে ৩৯ রানে। আগে ব্যাটিং করে আয়ারল্যান্ড করেছে চার উইকেটে ১৮১ রান। হ্যারি টেক্টর করেন ৪৫ বলে অপরাজিত ৬৯ রান। জবাবে বাংলাদেশ থামে ৯ উইকেটে ১৪২ রানে। বাংলাদেশের হয়ে ৫০ বলে সর্বোচ্চ ৮৩ রানের হার না মানা ইনিংস আসে তাওহীদ হৃদয়ের ব্যাটে।

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে অবশ্য ম্যাচ জিতে বাংলাদেশ। আগে ব্যাটিং করে আয়ারল্যান্ড করে ছয় উইকেটে ১৭০ রান। জবাবে ১৯.৪ ওভারেই এই লক্ষ্য তাড়া করে বাংলাদেশ। ৩৭ বলে ৫৭ রানের দারুণ ইনিংস খেলেন লিটন দাস। ২৮ বলে ৪৩ রানের ইনিংস খেলেন পারভেজ হোসেন ইমন।

তৃতীয় ম্যাচের আগে টেইট বলেন, 'আমাদের চিন্তাভাবনা খুব বেশি জটিল করার প্রয়োজন নেই। আমার মনে হয় আমাদের শুধু ভালো ক্রিকেট খেলা এবং ম্যাচ জেতার দিকে মনোযোগ দেওয়া উচিত। যখনই আপনি কোনো আন্তর্জাতিক ম্যাচ যেতেন, আপনি সেখান থেকে কিছু আত্মবিশ্বাস পান। আমি মনে করি, আমরা সবচেয়ে ভালো যেটা করতে পারি তা হলো, গত ম্যাচে আমরা যে ম্যাচটি জিতেছি সেখান থেকে পাওয়া আত্মবিশ্বাস নিয়ে ভালো খেলা এবং সেটা আগামীকালের ম্যাচে কাজে লাগানো। আশা করি আমরা জিতব।'

আত্মবিশ্বাসী হয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপে যেতে চান টেইট, 'এরপর অবশ্যই কিছুটা বিরতি আছে। কিন্তু সেই আত্মবিশ্বাসটা আমাদের সাথেই থাকবে। আমরা যদি একটা জয় পাই, সেটাই সবচেয়ে ভালো ব্যাপার। তাই আমার মনে হয় না আমাদের এখনই খুব বেশি চিন্তাভাবনা কঠিন করার দরকার আছে।

দল হিসেবে আয়ারল্যান্ডকে সমীহ না করে উপায় নেই বাংলাদেশের। প্রতিপক্ষ যে দলই হোক আপাতত মাঠে শক্ত লড়াই চান টেইট। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দলকে চ্যালেঞ্জ নেয়া রপ্ত করাতে চান তিনি।

টেইট আরো বলেন, 'আয়ারল্যান্ড কিছু ভালো ক্রিকেট খেলেছে, হ্যাঁ। ওদের বেশ ভালো কিছু খেলোয়াড় আছে। ওদের দেখে মনে হচ্ছে ওরা বেশ গোছানো একটা টি-টোয়েন্টি দল। আমরা একটা ভালো চ্যালেঞ্জ চাই। আমরা সেটাই চাই। আপনারা জানেন, আমাদের পরবর্তী সিরিজই বিশ্বকাপ। টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য এর চেয়ে বড় কিছু আর হতে পারে না।'

'প্রতিপক্ষ কারা সেটা আসলে খুব একটা গুরুত্বপূর্ণ নয়। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। আমরা আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া বা ওয়েস্ট ইন্ডিজ, যার বিপক্ষেই খেলি না কেন, আমাদের শুধু ভালো ক্রিকেট খেলতে হবে। প্রস্তুতি বলতে, এটাই তো প্রস্তুতি। এরপর বিপিএল আছে, প্র্যাকটিস গেম আছে, তারপর বিশ্বকাপ। এটাই প্রস্তুতি।'

আরো পড়ুন: শন টেইট