বাংলাদেশের সঙ্গে গ্রুপ পরিবর্তন করবে না আয়ারল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপ
বিসিবি
বিসিবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সর্বশেষ আলোচনায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার ব্যাপারে নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) অনুরোধ করে আইসিসি। যদিও ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার অনুরোধেও নিজেদের অনড় অবস্থান থেকে সরেনি বিসিবি। এমন অবস্থায় সমস্যা সমাধানে আলোচনা করতে আজ বাংলাদেশে এসেছিল আইসিসির ২ সদস্যের প্রতিনিধি দল।

রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এরই মধ্যে আইসিসির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষ হয়েছে বিসিবির। বিসিবি এক বিবৃতিতে জানিয়েছে তারা আবারও আইসিসির কাছে নিজেদের অনড় অবস্থানের কথা জানিয়েছে। বাংলাদেশ ভারতের মাটিতে খেলতে যাবে না এই বিষয়ে এখনও নিজেদের স্পষ্ট অবস্থান ধরে রেখেছে বিসিবি। সেই সঙ্গে বাংলাদেশকে ভিন্নগ্রুপে নেয়ার ব্যাপারেও বিস্তারিত আলোচনা হয়েছে।

যদিও ক্রিকেট আয়ারল্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে আইসিসির পক্ষ থেকে তাদের নিশ্চয়তা দেয়া হয়েছে গ্রুপ না পরিবর্তন করার ব্যাপারে। তাদের জানানো হয়েছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের নির্ধারিত ম্যাচগুলো শ্রীলঙ্কা থেকে সরানো হবে না। সিআইয়ের এক কর্মকর্তা ক্রিকবাজকে দেওয়া বিবৃতিতে বলেন, 'আমরা পরিষ্কার ও চূড়ান্ত আশ্বাস পেয়েছি যে মূল সূচি থেকে আমাদের সরানো হবে না। গ্রুপ পর্বে আমরা নিশ্চিতভাবেই শ্রীলঙ্কাতেই খেলছি।'

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ড রয়েছে গ্রুপ ‘সি’ তে। এই গ্রুপে তাদের সঙ্গে আছে সহ-আয়োজক শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও ওমান। অন্যদিকে, বাংলাদেশ রয়েছে গ্রুপ ‘বি’তে। যেখানে তাদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল ও ইতালি।এই গ্রুপের ম্যাচগুলো নির্ধারিত রয়েছে ভারতের কলকাতা ও মুম্বাইয়ে।

বাংলাদেশ ভারত সফরে যেতে অস্বীকৃতি জানানোয় পুরো বিষয়টি জটিল আকার নিয়েছে। শনিবার ঢাকায় আইসিসির সঙ্গে বৈঠকে বিসিবি আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদলবদলের প্রস্তাব তোলে। বিসিবির বিবৃতিতে বলা হয়, 'অন্যান্য বিষয়ের পাশাপাশি, ন্যূনতম লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে পরিস্থিতি সহজ করতে বাংলাদেশকে অন্য একটি গ্রুপে সরানোর সম্ভাবনাও আলোচনায় এসেছে।'

বিসিবির এই প্রস্তাব আইসিসি কিংবা আয়ারল্যান্ড—কারও কাছেই খুব একটা গ্রহণযোগ্য হয়নি বলে ধারণা করা হচ্ছে। ঢাকায় অনুষ্ঠিত ওই বৈঠকে আইসিসি প্রতিনিধিদলে ছিলেন গৌরব সাক্সেনা—জেনারেল ম্যানেজার (ইভেন্টস অ্যান্ড করপোরেট কমিউনিকেশনস) এবং অ্যান্ড্রু এফগ্রেভ—জেনারেল ম্যানেজার (ইন্টেগ্রিটি ইউনিট)।

ভিসা নির্ধারিত সময়ের পরে পাওয়ায় গৌরব সাক্সেনা সরাসরি উপস্থিত থাকতে পারেননি; তিনি ভার্চুয়ালি আলোচনায় যোগ দেন। অন্যদিকে, অ্যান্ড্রু এফগ্রেভ বৈঠকে সশরীরে উপস্থিত ছিলেন।

আরো পড়ুন: