বিশ্বকাপেও ধারাবাহিকতা ধরে রাখার তাগিদ তানজিদের

বাংলাদেশ- আয়ারল্যান্ড সিরিজ
ট্রফি হাতে তানজিদ হাসান, বিসিবি
ট্রফি হাতে তানজিদ হাসান, বিসিবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
টি-টোয়েন্টিতে স্বপ্নের মতো একটি বছর কাটিয়েছেন তানজিদ হাসান তামিম। টি-টোয়েন্টিতে ১ হাজার ২০০ রানের বেশি করেছেন এ বছর। এ ছাড়া ছক্কার হাফ সেঞ্চুরিও পূরণ করে ফেলেছেন বাংলাদেশ দলের এই ওপেনার। তার ব্যাটিং ও ফিল্ডিং নৈপুণ্যে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ।

বল হাতে নেমে এদিন আইরিশদের ১১৭ রানেই গুটিয়ে দিয়েছিল বাংলাদেশ। এদিন ফিল্ডিংয়ে নেমে ৫টি ক্যাচ ধরে বিশ্ব রেকর্ডেই নাম লিখিয়েছেন তিনি। এক ইনিংসে উইকেটকিপার বাদে কোনো ফিল্ডারের এর চেয়ে বেশি ক্যাচ নেয়ার রেকর্ড নেই। এরপর ব্যাট হাতে নেমে তানজিদ ৩৬ বলে ৫৫ রান করে অপরাজিত থাকেন।

আর তাতেই ৮ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। এমন জয়ের পর ম্যাচ সেরাও হয়েছেন তানজিদ। এই ওপেনার জানিয়েছেন পারফরম্যান্স করার পর দল জিতলে ভালো লাগে সবার। এভাবেই ধারাবাহিকভাবে পারফরম্যান্স করে দলের জয়ে অবদান রাখতে চান তিনি।

ম্যাচ শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তানজিদ বলেন, 'অবশ্যই রান করার পরে যদি দল জেতে তাহলে ভালো লাগে। আসলে দলই সবার আগে। দল যদি জেতে তাইলে অবশ্যই সবসময় ভালো লাগে। চেষ্টা করে যাচ্ছি যাতে ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারি এবং ধারাবাহিকভাবে দলকে ভালো কিছু দিতে পারি।'

আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। আয়ারল্যান্ড সিরিজ দিয়েই সেই প্রস্তুতি সেরেছে টাইগাররা। কারণ এরপর আর কোনো সিরিজ নেই বাংলাদেশ দলের। বিশ্বকাপের আগেই নিজেদের সব দুর্বলতা কাটিয়ে নেয়ার আহ্বান তানজিদের।

তিনি বলেছেন, 'ইতিবাচক অনেক কিছু আছে। ইতিবাচকের ভিতরে অনেক কিছু আমাদের উন্নতির জায়গা আছে। তো এখন যেহেতু সামনে বিপিএল তারপর বিশ্বকাপে একটা প্রস্তুতি ক্যাম্প হবে। তো সবার চেষ্টা থাকবে যার যে দুর্বলতা সেটা কিভাবে আরো ভালোভাবে উন্নতি করতে পারি আমরা এখানে। যেহেতু ইতিবাচকভাবে একটা আসর শেষ করতে পারছি বছরটা শেষ। পরের বছর যাতে বিশ্বকাপে আমরা একই এই ইতিবাচক জিনিস নিয়ে যাইতে পারি।'

তানজিদ আরও বলেন, 'চাপ তো সব খেলাতেই থাকে আর দায়িত্ব তো সবাইকে নিতে হবে। দায়িত্ব সবাই যদি আমরা ঠিকভাবে পালন করতে পারি, তাহলেই আমরা দিন শেষে সফল হতে পারবো। বিশ্বকাপে কিংবা আইসিসি টুর্নামেন্টে যেভাবে আমরা ব্যর্থ হচ্ছি, চেষ্টা থাকবে যেভাবে আমি ধারাবাহিকভাবে খেলতে চাচ্ছি কিংবা চেষ্টা করছি, আশা থাকবে যে একই চেষ্টা যাতে আমি ওই বিশ্বকাপেও করতে পারি।'