
ধোনির নেতৃত্বে খেলতে না পারার আফসোস সূর্যকুমারের
ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছেন, মহেন্দ্র সিং ধোনির অধীনে খেলার সুযোগ না পাওয়া তার ক্যারিয়ারে একটি আফসোস হয়ে থাকবে। ‘জেইটো কানেক্ট ২০২৫’ অনুষ্ঠানে অংশ নিয়ে এমনটা জানান তিনি।
ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছেন, মহেন্দ্র সিং ধোনির অধীনে খেলার সুযোগ না পাওয়া তার ক্যারিয়ারে একটি আফসোস হয়ে থাকবে। ‘জেইটো কানেক্ট ২০২৫’ অনুষ্ঠানে অংশ নিয়ে এমনটা জানান তিনি।
এবারের এশিয়া কাপ জিতেও হাতে ট্রফি পায়নি ভারত। পাকিস্তানকে হারানোর পর পুরস্কার বিতরণী মঞ্চে যায় সূর্যকুমার যাদবের দল। কিন্তু তারা এসিসি চেয়ারম্যান মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানানোয় বিতর্ক তৈরি হয়। প্রায় এক ঘণ্টা মাঠে অপেক্ষার পরও প্রাপ্য শিরোপা দেয়া হয়নি দলকে।
এশিয়া কাপের ফাইনাল ম্যাচের উত্তেজনার রেশ যেন এখনও শেষ হয়নি। আসরে ভারতের সঙ্গে তিনবার খেলে পাকিস্তান, সববারই হেরে যায় দলটি। কোনো ম্যাচেই পাকিস্তানের সঙ্গে হাত মেলায়নি ভারতের কোনো ক্রিকেটার। এমনকি পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসিন নাকভির কাছ থেকে পুরস্কারও নেয়নি ভারত।
এবারের এশিয়া কাপ জয়ের পর ভারতের জন্য প্রস্তুত ছিল বিজয়মঞ্চ, ছিল ট্রফিও। কিন্তু নির্ধারিত সময়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়নি। অতিথিরা মঞ্চে উঠবেন কিনা তা নিয়েই চলে দীর্ঘ আলোচনা। প্রায় এক ঘণ্টা বিলম্বের পর মঞ্চে অতিথিরা এলেও শেষপর্যন্ত চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি না তুলে দিয়েই তাঁরা মঞ্চ ত্যাগ করেন।
গত ২১ সেপ্টেম্বর এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে মাঠে নেমেছিল পাকিস্তান। সেই ম্যাচেই আইসিসির আচরণবিধি ভঙ্গের অভিযোগ আনা হয়েছিল পাকিস্তানের দুই ক্রিকেটার হারিস রউফ ও শাহিবজাদা ফারহানের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানিয়েছে আইসিসি।
দীর্ঘদিন ধরেই ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচে আগের মতো উত্তেজনা খুঁজে পাওয়া যাচ্ছে না। মাঠের লড়াই হারিয়েছে তার চেনা ধার, দ্বৈরথ হয়ে গেছে একেবারেই একতরফা। খেলার চেয়ে বাইরের গল্পই যেন বেশি আলোচনায় আসে। এই দুই দলের প্রতিদ্বন্দ্বিতার রোমাঞ্চ আর আগের মতো নেই, এটা অনেকেই বুঝতে পারলেও, প্রকাশ্যে বলার সাহস করেননি কেউ কেউ।
এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশকে জিততে হলে লিটন দাসকে রান করতে হবে বলে মনে করেন হার্শা ভোগলে। মিডল অর্ডারে তাওহীদ হৃদয়কেও দায়িত্ব নিতে হবে বলে মনে করছেন জনপ্রিয় এই ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের বিরুদ্ধে রাজনৈতিক মন্তব্যের অভিযোগ এনেছে। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিক অভিযোগও করেছে তারা। পাকিস্তানের সামা টিভির খবরে এই তথ্য জানানো হয়েছে।
দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেটারদের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছে পাকিস্তান দল। ম্যাচ শেষে পাকিস্তানি খেলোয়াড়েরা করমর্দনের জন্য এগিয়ে এলেও ভারতীয় ক্রিকেটার সূর্যকুমার যাদব ও শিভম দুবে তাদের সঙ্গে করমর্দনে অংশ নেননি।
ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না সূর্যকুমার যাদবের। এ বছর টি-টোয়েন্টিতে ভারতের হয়ে ৫ ম্যাচে ৫.৬০ গড়ে মাত্র ২৮ রান সংগ্রহ করেছেন ভারতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক। এমতাবস্থায় ভারতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ ব্যাটার আজিঙ্কা রাহানে আসন্ন এশিয়া কাপে ভারতের এই অধিনায়ককে নেতৃত্বের চেয়ে ব্যাটিংয়ে বেশি মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন।
এশিয়া কাপের দল ঘোষণার আগে ভারতীয় নির্বাচকদের অন্যতম চিন্তা ছিল টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদবের ফিটনেস। স্পোর্টস হার্নিয়ার চোটে ভুগছিলেন তিনি। শেষমেশ ছয় সপ্তাহের রিহ্যাবের পর সুস্থ হয়ে দলে ফিরেছেন সূর্যকুমার।
সূর্যকুমার যাদবের নেতৃত্বে এশিয়া কাপে খেলতে যাচ্ছে ভারত। এশিয়ার ক্রিকেটের সবচেয়ে বড় এই মহাযজ্ঞে মাঠে নামার আগে এই ভারতীয় ব্যাটারের নাম নিয়ে ভারতকে সতর্ক করে দিয়েছেন সাবেক পাকিস্তানি ব্যাটার বাজিদ খান।