ব্যক্তিগতভাবে সূর্যকুমার হাত মিলিয়েছিলেন, ক্যামেরার সামনে মেলাননি: সালমান

এশিয়া কাপ
সালমান আলী আঘা ও সূর্যকুমার যাদব, ফাইল ফটো
সালমান আলী আঘা ও সূর্যকুমার যাদব, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
এশিয়া কাপের ফাইনাল ম্যাচের উত্তেজনার রেশ যেন এখনও শেষ হয়নি। আসরে ভারতের সঙ্গে তিনবার খেলে পাকিস্তান, সববারই হেরে যায় দলটি। কোনো ম্যাচেই পাকিস্তানের সঙ্গে হাত মেলায়নি ভারতের কোনো ক্রিকেটার। এমনকি পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসিন নাকভির কাছ থেকে পুরস্কারও নেয়নি ভারত।

ম্যাচ শেষে এসব নিয়ে হতাশা প্রকাশ করেছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘা। ভারতীয় দল ও অধিনায়ক সূর্যকুমার যাদবের বিরুদ্ধে অভিযোগের পশরা সাজিয়েছেন তিনি। বিশেষ করে সূর্যকুমার যাদবের আচরণকে ক্রিকেটের মূল্যবোধের পরিপন্থী বলে উল্লেখ করেছেন সালমান।

সালমানের দাবি, পুরো টুর্নামেন্ট চলাকালীন সূর্যকুমার যাদব কখনো প্রকাশ্যে পাকিস্তান দলের সঙ্গে হাত মেলাননি, তবে ব্যক্তিগতভাবে তার সঙ্গে হাত মিলিয়েছিলেন। এমনকি এই ঘটনার ভিডিওটিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

সালমান বলেন, 'টুর্নামেন্টের শুরুতেই তিনি ব্যক্তিগতভাবে আমার সঙ্গে হাত মিলিয়েছিলেন। প্রাক-প্রেস কনফারেন্স এবং রেফারির সভায় আমাদের সাক্ষাৎ হয়েছিল, সেখানে হাত মেলানো হয়েছিল। কিন্তু ক্যামেরার সামনে তারা আমাদের সঙ্গে হাত মেলায়নি। আমি নিশ্চিত তিনি নির্দেশনা মেনে চলছেন, তবে নিজের ইচ্ছায় থাকলে অবশ্যই হাত মেলাতেন।'

'ভারত যে আচরণ করেছে, তা ক্রিকেটের মূল্যবোধের পরিপন্থী এবং হতাশাজনক। তারা শুধু আমাদের অসম্মান করেনি, ক্রিকেটকেই অসম্মান করেছে। ভালো দল কখনো এমন করে না। আমরা আমাদের দায়িত্ব পালন করার জন্য ট্রফির সঙ্গে ছবি তোলার জন্য নিজে এগিয়েছিলাম এবং পদক নিয়েছি। আমি কঠোর ভাষা ব্যবহার করতে চাই না, কিন্তু তাদের আচরণ ছিল অসম্মানজনক। আমার জীবনে এমন ঘটনা প্রথম দেখলাম। এই টুর্নামেন্টে যা ঘটেছে তা খুবই খারাপ এবং আশা করি ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর হবে না, কারণ এটা ক্রিকেটের জন্য ক্ষতিকর।'

পাক অধিনায়ক তরুণ ক্রিকেটপ্রেমীদের জন্য এমন আচরণের নেতিবাচক প্রভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। দুই দেশের এমন বৈরি সম্পর্ক ক্রিকেটে কেন প্রভাব ফেলবে এই প্রশ্ন ভারতকে করার কথাও জানান তিনি।

সালমান বলেন, 'আমি শুধু পাকিস্তানের অধিনায়ক নই, আমি একজন ক্রিকেটভক্তও। ভারত কিংবা পাকিস্তানে যদি কোনো শিশু খেলা দেখে, আমরা ভালো বার্তা দিচ্ছি না। মানুষ আমাদের আদর্শ মনে করে, কিন্তু আমরা যদি এমন আচরণ করি, তাহলে তারা অনুপ্রাণিত হবে না। যা ঘটেছে তা হওয়া উচিত ছিল না, তবে এর জন্য দায় কার সেটা আমাকে না বলে ভারতকে জিজ্ঞেস করা উচিত।'

পাকিস্তান দল বর্তমানে ভারতের থেকে পিছিয়ে রয়েছে, এমনটাও অকপটে স্বীকার করে নেন সালমান। ভবিষ্যতে পাল্টা জয়ের প্রত্যাশা করেন তিনি, 'আমরা তাদের বিরুদ্ধে ভালো ক্রিকেট খেলছি না এবং সামগ্রিকভাবে এখনও তাদের থেকে পিছিয়ে আছি। প্রতিটি দলেরই একটা সময় থাকে, হয়তো এখন ওদের সময়। ৯০-এর দশকে আমরা ওদের হারাতাম, এখন তারা আমাদের হারাচ্ছে, তবে খুব শিগগিরই আমরা আবার ওদের হারাতে শুরু করব।'