২০১০ সালে মুম্বাইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে অভিষেক হয় সূর্যকুমারের। তবে আন্তর্জাতিক ক্রিকেটে ডাক পেতে অপেক্ষা করতে হয়েছে ২০২১ সাল পর্যন্ত। ভারতের হয়ে প্রথমবার মাঠে নামেন আহমদাবাদে, ইংল্যান্ডের বিপক্ষে। সেই সময় দলের অধিনায়ক ছিলেন বিরাট কোহলি। ধোনি নেতৃত্ব ছাড়েন এর আরও কয়েকবছর আগেই।
ধোনি প্রসঙ্গে সূর্যকুমার বলেন, 'আমি সবসময় চাইতাম, ভারতীয় দলে থাকাকালীন ধোনির অধীনে খেলতে। কিন্তু সেই সুযোগ কখনও হয়নি। আইপিএলে ওর বিপক্ষে খেলেছি। ওকে দেখে যা শিখেছি, তা হলো চাপের সময় শান্ত থাকা, চারপাশ দেখে সিদ্ধান্ত নেয়া।'
তিনি আরও বলেন, 'যখন বিরাট ভাইয়ের অধীনে অভিষেক হলো, তখন বুঝতে পারলাম উনি কতটা কঠোর একজন অধিনায়ক। সব সময় খেলোয়াড়দের কাছ থেকে সেরাটা বের করে আনতে চেয়েছেন। মাঠে এবং মাঠের বাইরে দু’ জায়গাতেই উনি খুবই এনার্জেটিক (স্বতঃস্ফূর্ত)।'
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিত শর্মার অধীনে খেলেছেন সূর্যকুমার। সাউথ আফ্রিকার বিপক্ষে ফাইনালে ম্যাচ জেতানো ক্যাচটিও ছিল তারই। রোহিতের অধীনে মুম্বাই ইন্ডিয়ানসেও নিয়মিত খেলেন তিনি।
'রোহিত ভাইয়ের অধীনে আমি অনেক ক্রিকেট খেলেছি। উনি এমন একজন, যার সঙ্গে সবাই স্বাচ্ছন্দে থাকতে পারে। তরুণদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। তার দরজা সব সময় খোলা থাকত, এটা এক আলাদা গুণ।'
বর্তমানে ভারতের টি-টোয়েন্টি দলের নেতৃত্বে থাকা সূর্যকুমার ধোনি, কোহলি ও রোহিতের অধিনায়কত্বের বিভিন্ন দিক থেকে শিক্ষা নিয়ে নিজের নেতৃত্বগুণ গড়ে তুলছেন বলেও জানান।