ব্যাটার সূর্যকে খুঁজে পাইনি: সূর্যকুমার

ভারত- সাউথ আফ্রিকা সিরিজ
হার্দিক পান্ডিয়া এবং সূর্যকুমার যাদব, ফাইল ফটো
হার্দিক পান্ডিয়া এবং সূর্যকুমার যাদব, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে ৩০ রানে জয় তুলে পাঁচ ম্যাচের সিরিজ ৩-১ ব্যবধানে শেষ করেছে ভারত। এ নিয়ে টানা আটটি টি-টোয়েন্টি সিরিজে জয় নিশ্চিত করল ভারত। দেশের মাঠে দলটি ১৮টি সিরিজ হারেনি, শেষ হারের রেকর্ডটি ২০১৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে।

অধিনায়ক সূর্যকুমার যাদব ম্যাচ শেষে সিরিজ থেকে দলের প্রাপ্তির কথা তুলে ধরেছেন। তিনি দলের খেলার ধরন, আগ্রাসী ব্যাটিং ও দলীয় সমন্বয়কে ইতিবাচক হিসেবে তুলে ধরেছেন। তবে নিজের বর্তমান ফর্ম নিয়ে আক্ষেপও প্রকাশ করেছেন সূর্যকুমার।

'সম্ভবত একটি ব্যাপারই আমরা ঠিকঠাক পাইনি, তা হলো ব্যাটার সূর্যকে খুঁজে পাওয়া। আমার মনে হয়, সে কোথাও হারিয়ে গেছে (হাসি)! তবে সে শক্তভাবেই ফিরে আসবে। দল হিসেবে, আমি সত্যিই খুশি।'

'যখন আমরা বিপদে পড়েছি, কেউ না কেউ এগিয়ে এসেছে এবং আমাদেরকে টেনে নিয়েছে। এই সিরিজ যেভাবে এগিয়েছে, অধিনায়ক হিসেবে তা তৃপ্তিদায়ক। গত কয়েকটি সিরিজে আমাদের ব্যাটিংয়ে সেই ধারাবাহিক আগ্রাসন পাওয়া যেত না। এবার আমরা ঠিক সেই ধরন বজায় রাখতে পেরেছি।'

শেষ ম্যাচেও ভারতের ব্যাটাররা আগ্রাসী খেলেছে। ওপেনিংয়ে সাঞ্জু স্যামসন ২২ বলে ৩৭, অভিশেক শর্মা ২১ বলে ৩৪ রান করেছেন। তিন নম্বরে নেমে তিলক ভার্মা ৩৪ বলে ৭২ রান করেছেন, পাঁচ নম্বরে হার্দিক পান্ডিয়া ২৫ বলে ৬৩ রান করেছেন এবং শেষ দিকে শিভম দুবে তিন বলে ১০ রানে অপরাজিত থাকেন।

ব্যক্তিগতভাবে সূর্যকুমারের ফর্ম ছিল হতাশাজনক। এই সিরিজে চার ইনিংসে তার রান ১২, ৫, ১২ ও ৫। এর ফলে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে তিনি দশ নম্বরে নেমে গেছেন।

তিনি আরো বলেন, 'একজন ব্যাটার হিসেবে আমার নিজস্ব ফর্ম ঠিকঠাক হয়নি। তবে দলের সামগ্রিক পারফরম্যান্স থেকে আমি সন্তুষ্ট। সবাই যখন প্রয়োজন, তখন এগিয়ে এসেছে এবং দলকে সাফল্য এনে দিয়েছে।'

আরো পড়ুন: