রংপুরের নতুন অধিনায়ক লিটন
রংপুর রাইডার্সের নতুন অধিনায়ক হয়েছেন লিটন দাস। এর আগে বিপিএলের শুরু থেকেই দলটির অধিনায়কত্ব করেছেন নুরুল হাসান সোহান। তবে তিনি কদিন আগেই কোচের সঙ্গে অধিনায়কত্ব ছেড়ে দেয়া নিয়ে আলোচনা করেছেন।
রংপুর রাইডার্সের নতুন অধিনায়ক হয়েছেন লিটন দাস। এর আগে বিপিএলের শুরু থেকেই দলটির অধিনায়কত্ব করেছেন নুরুল হাসান সোহান। তবে তিনি কদিন আগেই কোচের সঙ্গে অধিনায়কত্ব ছেড়ে দেয়া নিয়ে আলোচনা করেছেন।
নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের ম্যাচের আগে এম নাজমুল ইসলামকে পদত্যাগ করার আল্টিমেটাম দিয়েছিলেন ক্রিকেটাররা। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখনো পদত্যাগ করেননি বিসিবির পরিচালক। নুরুল হাসান সোহান মনে করেন, তাঁর ক্ষেত্রে এমন পরিস্থিতি হলে ক্রিকেটারদের স্বার্থে পদত্যাগ করতেন তিনি। সোহান জানান, ক্রিকেটের বাইরের জিনিস নিয়ে এখন বেশি মাতামাতি হচ্ছে।
সিলেট টাইটান্স, ঢাকা ক্যাপিটালস ও চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে বিপিএলের চলতি আসরে উড়ছিল রংপুর রাইডার্স। তবে সবশেষ দুই ম্যাচে নোয়াখালী এক্সপ্রেস ও রাজশাহী ওয়ারিয়র্সের সঙ্গে হেরেছে ফ্র্যাঞ্চাইজি। কাগজে-কলমে টুর্নামেন্টের সেরা দল হলেও মাঠের ক্রিকেটে পুরোপুরি সেটার ছাপ রাখতে পারছে না তারা। নুরুল হাসান সোহান মনে করেন, দলে অনেকগুলো বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও বেশি দায়িত্ব নিতে হবে।
নানা জল্পনা কল্পনা পেরিয়ে যথা সময়েই মাঠে গড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এরই মধ্যে উদ্বোধনী ম্যাচে সিলেট টাইটান্সের বিপক্ষে মাঠে নেমেছে রাজশাহী ওয়ারিয়র্স। যদিও টুর্নামেন্টের ঠিক আগেরদিন ফ্র্যাঞ্চাইজি ছেড়ে দিয়েছে চট্টগ্রাম রয়্যালস। দলটির মালিকানা নিয়ে নিয়েছে বিসিবি। এ ছাড়া বিপিএলের আগে কোনো ক্যাপ্টেন্স ফটোশুট অনুষ্ঠিত হয়নি। দেখা যায়নি ট্রফিও।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের জন্য তারকাঠাসা দল বানিয়েছে রংপুর রাইডার্স। ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টটিতে এবারও রংপুরের প্রধান কোচ হিসেবে থাকছেন মিকি আর্থার। এ নিয়ে টানা তৃতীয় আসর বিপিএলে রংপুরকে সামলাবেন তিনি।
বিপিএলে নিলামের আগেই নুরুল হাসান সোহান ও মুস্তাফিজুর রহমানের সঙ্গে সরাসরি চুক্তি করে রংপুর রাইডার্স। নিলাম থেকে লিটন দাস, তাওহীদ হৃদয়, নাহিদ রানা, রাকিবুল হাসান, আলিস আল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদের মতো ক্রিকেটারদের দলে টানে ফ্র্যাঞ্চাইজি। বিদেশি ক্রিকেটারের ক্ষেত্রেও তারার মেলা বসিয়েছে রংপুর। খাওয়াজা নাফের পাশাপাশি সুফিয়ান মুকিমের সঙ্গে চুক্তি করে তারা।
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে জাকের আলীর সঙ্গে নুরুল হাসান সোহানের ব্যাটও হাসেনি। সবশেষ কয়েক সিরিজেই ছয় কিংবা সাত নম্বরে ধারাবাহিকভাবে রান করতে পারছেন না তাদের দুজনের কেউই। প্রায় একই ভূমিকায় খেলা শামীম হোসেন পাটোয়ারি রান করতে পারছেন না বলে তো স্কোয়াড থেকেই বাদ পড়েছিলেন। ফিনিশারের ভূমিকায় খেলা কেউই ছন্দে না থাকলেও উদ্বিগ্ন নন লিটন দাস। বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কের চাওয়া বিশ্বকাপে ভালো খেলে দিলেই হবে।
চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ চলাকালীন পাওয়া চোট থেকে এখনই সেরে ওঠা হচ্ছে না নুরুল হাসান সোহানের। উইকেটরক্ষক এই ব্যাটার সিরিজের শেষ ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় গোড়ালিতে চোট পান। এরপর থেকেই মাঠের বাইরে তিনি। তবে মাঠে ফিরতে সোহানকে অপেক্ষা করতে হবে অন্তত ৩ সপ্তাহ।
বাংলাদেশের ব্যাটিংয়ের শুরুটা আশাজাগানিয়া হলেও পরবর্তীতে আবারও পুরনো ছন্দে ফেরে বাংলাদেশ। ইনিংসের শেষের দিকে ‘প্রত্যাশিতভাবেই’ ধস নামে। আবারও ব্যাটিং ব্যর্থতার কবলে পড়ে তৃতীয় টি-টোয়েন্টিতেও হারে স্বাগতিকরা। ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ হওয়ার ম্যাচে চোটে পড়েছেন নুরুল হাসান সোহান ও শরিফুল ইসলাম। আপাতত দুজনই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগের পর্যবেক্ষণে আছেন।
এশিয়া কাপ দিয়ে তিনি যে দীর্ঘ তিন বছর পর জাতীয় দলে ফিরেছেন নুরুল হাসান সোহান। পরিচয় উইকেটরক্ষক ব্যাটার হলেও তাকে উইকেটের পেছনে দেখা যায়নি। খেলেছেন শুধু লোয়ার মিডল অর্ডার ব্যাটার হিসেবে। আবুধাবিতে এশিয়া কাপের গ্রুপপর্বে আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে সুযোগ পেয়েই ব্যাট হাতে ঝলক দেখিয়েছিলেন তিনি।
১৫২ রানের লক্ষ্য তাড়ায় তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনের ব্যাটে উদ্বোধনী জুটিতে ১০৯ রান তোলে বাংলাদেশ। এমন ম্যাচে টাইগারদের জয়টা তখন কেবল সময়ের ব্যাপার মাত্র! অথচ রশিদ খানের স্পিনে জাদুতে আসা-যাওয়ার মিছিলে নেমে পড়লেন বাংলাদেশের ব্যাটাররা। ৯ রানের ব্যবধানে মাত্র ৬ উইকেট হারিয়ে একটা সময় হারের শঙ্কাও জাগিয়েছিলেন তারা। যদিও রিশাদ হোসেন ও নুরুল হাসান হোসেনের ব্যাটে জয়টা নিশ্চিত হয়েছে বাংলাদেশের। ভালো শুরুর পরও আচমকা এমন ব্যাটিং ধসের জন্য ব্যাটারদের স্কিলের চেয়ে মানসিক প্রস্তুতির বেশি ঘাটতি দেখছেন সোহান।
আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৪ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। দারুণ শুরুর পরও রশিদ খানের এক স্পেলে হারের শঙ্কা জাগে বাংলাদেশের। তবে নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেন মিলে ৮ বল হাতে রেখেই বাংলাদেশের জয় নিশ্চিত করেন।