
বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করে ক্যারিবিয়ানদের টেস্ট দলেও জাঙ্গু
২০২৫ সালের শুরুতেই পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। দলে প্রথমবার ডাক পেয়েছেন আমির জাঙ্গু।
২০২৫ সালের শুরুতেই পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। দলে প্রথমবার ডাক পেয়েছেন আমির জাঙ্গু।
আগামী বছরের শুরুতেই দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশ নিতে পাকিস্তানে যাবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। এই সিরিজের সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
উইকেটের আচরণ কেমন, কী ধরনের উইকেটে কীরকম ব্যাটিং করতে হবে কিংবা ম্যাচের কোন পরিস্থিতিতে কী ধরনের ব্যাটিং করতে হবে! একজন ব্যাটারের তো এমন গুন চাই ই চাই। বাংলাদেশের প্রেক্ষাপটে এমন ব্যাটার অবশ্য খুঁজে পাওয়া দুষ্করই। দু-চারজনকে পাওয়া গেলেও ধারাবাহিকতার অভাবে সেটার প্রতিচ্ছবি ফুটে ওঠেনি পুরোদমে। তবে মোহাম্মদ সালাহউদ্দিন মনে করেন, জাকের আলী অনিক জানেন কোন সময় কী করতে হবে।
সাকিব আল হাসানের পর লিটন দাসই বাংলাদেশের অধিনায়ক হবেন! এমনটা ভাবা হচ্ছিলো অনেক আগে থেকেই। নিয়মিত অধিনায়ক না থাকায় ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে বাংলাদেশকে তাই একটি টেস্ট, একটি টি-টোয়েন্টি ও সাতটি ওয়ানডেতে নেতৃত্বও দিয়েছিলেন তিনি। ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজ জয় অধিনায়ক হওয়ার দৌড়ে লিটনকে অনেকটা এগিয়ে দিয়েছিল। যদিও শেষ পর্যন্ত লিটন কিংবা সমর্থক কারও চাওয়া পূরণ হয়নি।
ইনিংসের ষষ্ঠ ওভারের তৃতীয় বলে শেখ মেহেদীর নিচু ও দ্রতগতির ডেলিভারিতে একটু টেনে লেগ সাইডে জোরের ওপর খেলতে চেয়েছিলেন নিকোলাস পুরান। তবে ডানহাতি অফ স্পিনারের বলের লেংথ মিস করে বোল্ড হয়ে ফিরতে হয় তাকে। আগের ম্যাচে লেগ সাইডে খেলতে গিয়ে লিডিং এজ হয়ে বাঁহাতি ব্যাটার ক্যাচ দিয়েছিলেন স্লিপে থাকা সৌম্য সরকারকে। আর প্রথম টি-টোয়েন্টিতে ডাউন দ্য উইকেটে এসে খেলার চেষ্টায় হয়েছেন স্টাম্পিং।
বাংলাদেশের ব্যাটিং ইনিংসের ১৫তম ওভারে ঘটনা। রস্টন চেজের ব্যাক অব লেংথ ডেলিভারিতে স্কয়ার লেগে ঠেলে দিয়ে দুই রান নিতে চেয়েছিলেন জাকের আলী অনিক। ডানহাতি ব্যাটারের ডাকে সাড়া দেয়ায় জাকেরও দৌড়ে এসেছিলেন উইকেটের মাঝ বরাবর। তবে একেবারে শেষ মুহূর্তে এসে দুই রান নেয়ার সিদ্ধান্ত থেকে সরে আসেন শামীম হোসেন পাটোয়ারী। চেজ বেলস উপরে ফেলে দিলে শামীমের ওপর ক্ষোভ ঝেড়ে মাঠ ছাড়েন জাকের।
প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। সাম্প্রতিক পারফরম্যান্সের সঙ্গে র্যাঙ্কিংয়ের অবস্থানের কারণেও এই সিরিজে বাংলাদেশের চেয়ে অনেকটাই এগিয়ে ছিল ক্যারিবীয়রা। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজের অবস্থান চারে।
প্রথম দুই টি-টোয়েন্টি জিতে সিরিজ আগেই নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ। হোয়াইটওয়াশের আনুষ্ঠানিকতার জন্য বাকি ছিল সিরিজের শেষ ম্যাচ। তৃতীয় টি-টোয়েন্টিতে ৮০ রানের জয় দিয়ে ক্যারিবীয়দের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেই সিরিজ শেষ করল টাইগাররা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এই প্রথম ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাইয়ের স্বাদ পেল বাংলাদেশ। টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে ড্র দিয়ে সিরিজ শুরু হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এরপর ওয়ানডে সিরিজে ক্যারিবীদের বিপক্ষে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ। এবার টি-টোয়েন্টিন সিরিজে সেই হারেরই যেন বদলা নিল বাংলাদেশ।
শেখ মেহেদী আউট হয়ে ড্রেসিং রুমে ফিরছেন আর শামীম হোসেন পাটোয়ারী উইকেট আসছেন। জাকের আলীর সঙ্গে জুটি গড়তে শামীম যখন উইকেটে এলেন তখন ১৪.২ ওভারে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের রান ৭২! সেখান থেকে সফরকারীরা একশ ছুঁতে পারবেন কিনা সেটার শঙ্কা ঘুরপাক খাচ্ছে সমর্থকদের মনে। একটু পর জাকের বিদায় দিলে সেই শঙ্কা আরও ঘনীভূত হয়। তবে প্রথম ম্যাচে শামীম যেখানে শেষ করেছিলেন দ্বিতীয় টি-টোয়েন্টিতে যেন সেখান থেকেই শুরু করলেন।
তানজিম হাসান সাকিবের অফ স্টাম্পের বাইরের বাড়তি লাফিয়ে ওঠা বলে এজ হয়েছিলেন রভম্যান পাওয়েল। স্লিপে ক্যাচ দিলেও সেটা লুফে নিতে পারেননি সৌম্য সরকার। উল্টো বলের গতি বুঝতে না পেরে আঙুলে চোট পেয়েছেন বাঁহাতি এই ওপেনার। ব্যথায় কাতরাতে কাতরাতে ফিজিওর সঙ্গে মাঠ ছাড়েন তিনি।
খেলা তখনও শেষ হয়নি, ম্যাচের তখনও কয়েক ওভার বাকি! রস্টন চেজ ও আকিল হোসেন যখন বাংলাদেশের বিপক্ষে রান বের করতে হাঁসফাঁস করছেন তখন বাড়ির পথ ধরেছেন ওয়েস্ট ইন্ডিজের সমর্থকরা। ৪২ রানে ৬ উইকেট হারানোর পর এমন চিত্র তো অনুমেয়ই ছিল। চেজ ও আকিল হোসেন মিলে খানিকটা চেষ্টা করলেন তবে তাকে কাজের কাজ হলো না কিছুই। তাদের দুজনের লড়াই কেবল হারের ব্যবধান কমিয়েছে। তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, রিশাদ হোসেন ও শেখ মেহেদীর দুর্দান্ত বোলিংয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ২৭ রানে হারিয়েছে বাংলাদেশ।
২০২৩ সালের ডিসেম্বরের পর থেকেই জাতীয় দলে ছিলেন না শামীম হোসেন পাটোয়ারী। বছরখানেক পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলে ফিরেই কার্যকরী ইনিংসে অবদান রেখেছেন বাঁহাতি এই ব্যাটার। নিজের ফেরার ম্যাচে ২৭ রানের ইনিংস খেলা শামীম জানিয়েছেন, নিজের ও দলের জন্য ইনিংসটা অনেক দরকার ছিল। সেই সঙ্গে সিরিজ জয়ে চোখ রাখছেন তিনি।