promotional_ad

বিপিএলের অভিজ্ঞতায় পুরানকে ‘বাক্সবন্দী’ করেছেন মেহেদী

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
৮ উইকেট নিয়ে সিরিজসেরা শেখ মেহেদী, ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ
ইনিংসের ষষ্ঠ ওভারের তৃতীয় বলে শেখ মেহেদীর নিচু ও দ্রতগতির ডেলিভারিতে একটু টেনে লেগ সাইডে জোরের ওপর খেলতে চেয়েছিলেন নিকোলাস পুরান। তবে ডানহাতি অফ স্পিনারের বলের লেংথ মিস করে বোল্ড হয়ে ফিরতে হয় তাকে। আগের ম্যাচে লেগ সাইডে খেলতে গিয়ে লিডিং এজ হয়ে বাঁহাতি ব্যাটার ক্যাচ দিয়েছিলেন স্লিপে থাকা সৌম্য সরকারকে। আর প্রথম টি-টোয়েন্টিতে ডাউন দ্য উইকেটে এসে খেলার চেষ্টায় হয়েছেন স্টাম্পিং।

promotional_ad

অর্থাৎ বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পুরান তিনবারই আউট হয়েছেন মেহেদীর বলে। অথচ বিধ্বংসী ব্যাটিংয়ে পুরো বছরটা নিজের করে নিয়েছিলেন পুরান। আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মিলে ২০২৪ সালে ৪০.৮৯ গড় ও ১৫৭.৩৯ স্ট্রাইক রেটে ২ হাজার ৩২৩ রান করেছেন ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটার। একটি সেঞ্চুরি ও ১৫ হাফ সেঞ্চুরির পাশাপাশি ১৭০টি ছক্কা মেরেছেন পুরান। 


মোহাম্মদ রিজওয়ানকে সরিয়ে এক পঞ্জিকা বর্ষে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রানের মালিক এখন তিনি। অথচ এমন একজনকেই কিনা পুরো সিরিজে জ্বলে উঠতে দেননি মেহেদী। পুরো সিরিজে মাত্র ২১ রান করেছিলেন পুরান। বিধ্বংসী এই ব্যাটারকে যেন ‘বাক্সবন্দী’ করে রেখেছিলেন বাংলাদেশের এই স্পিনার। তিন ম্যাচে ৮ উইকেট নিয়ে সিরিজসেরা হওয়ার পর মেহেদী জানিয়েছেন, একসঙ্গে বিপিএলসহ অন্যান্য দলে খেলায় পুরানের দূর্বলতা কাজে লাগিয়েছেন। 


promotional_ad

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মেহেদী বলেন, ‘বিপিএলে ও অন্যান্য দলে একসঙ্গে খেলায় পুরানকে খুব ভালো করেই জানি আমি। অফ স্পিনারদের বিপক্ষে পুরানের কাজ কঠিন হয়ে ওঠে, এটা জানি আমি। এটাই ছিল পরিকল্পনা এবং ভালোভাবে প্রয়োগ করে আমরা সফল হতে পেরেছি।’


প্রথম টি-টোয়েন্টির পর আক্ষেপ করে মেহেদী বলেছিলেন, ২০ ওভারের ক্রিকেট কিংবা ওয়ানডে কোথাও নিজের জায়গা পোক্ত না। বেশিরভাগ ক্ষেত্রেই দলের সমন্বয়ের কারণে মাঠের বাইরে থাকতে হয় তাকে। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে মাত্র দুটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন ডানহাতি এই স্পিনার। ওয়েস্ট ইন্ডিজে সিরিজসেরা হওয়ায় দলে জায়গা পোক্ত হবে কিনা এমনটা জানতে চাওয়া হয়েছিল তাঁর কাছে। 


মেহেদী জানান, দল নির্বাচনের প্রক্রিয়াটা তাঁর হাতে। তাই তাঁর কাজ হিসেবে শুধু পারফর্ম করে যেতে হবে। ম্যাচ শেষে সাংবাদিকদের মেহেদী বলেন, ‘আপনি যেটা বললেন দল নির্বাচন তো আমার হাতে না। পারফরম্যান্স আমি চেষ্টা করতে পারি আর বাদ বাকি দেয়ার আল্লাহর ইচ্ছা। সিলেকশন আমার হাতে না কিন্তু আমার কাজ আমাকে করে যেতে হবে। বাকিটা নির্বাচকদের দায়িত্ব।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: [email protected]
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball