বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করে ক্যারিবিয়ানদের টেস্ট দলেও জাঙ্গু
ছবি: বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করে ক্যারিবিয়ানদের টেস্ট দলেও আমির জাঙ্গু, ফাইল ফটো
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে আলো ছড়িয়েছেন জাঙ্গু। সিরিজের তৃতীয় ওয়ানডেতে সুযোগ পেয়েই সেঞ্চুরি হাঁকিয়েছিলেন এই মিডল অর্ডার ব্যাটার। এবার তাকে টেস্ট দলেও পরীক্ষা করে দেখতে চায় ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)।
ঘরোয়া ক্রিকেট অবশ্য দারুণ ধারাবাহিক পারফরম্যান্স ছিল জাঙ্গুর। ২০২৩-২৪ মৌসুমে পাঁচ ম্যাচে ৫০০ রান করেছেন তিনি। দুটি সেঞ্চুরি এবং একটি হাফ সেঞ্চুরির পাশাপাশি তার গড় ছিল ৬৩.৫০!
দলে ফেরানো হয়েছে গুড়াকেশ মোতিকে। গ্লোবাল সুপার লিগে খেলার কারণে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে খেলেননি এই স্পিনার। ১৫ সদস্যের এই দলে নেই আলজারি জোসেফ। প্রায় একইসময়ে শুরু হওয়া আইএলটি-টোয়েন্টিতে খেলা থাকার কারণে জাতীয় দলের হয়ে খেলছেন না জোসেফ।
সেই লিগে খেলার জন্য ইতোমধ্যেই তাকে অনাপত্তিপত্র দিয়েছে সিডব্লিউআই। এ ছাড়া ফিট না হওয়ায় এই সিরিজে খেলা হচ্ছে না শামার জোসেফের। প্রায় ১৮ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। আগামী ১৭ জানুয়ারি মুলতানে শুরু হবে দুই টেস্টের সিরিজ। ২৫ জানুয়ারি থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট।
পাকিস্তান সফরের ওয়েস্ট ইন্ডিজ টেস্ট স্কোয়াড: ক্রেইগ ব্র্যাথওয়েট(অধিনায়ক), জশুয়া দ্যা সিলভা, অ্যালিক আথানেজ, কেসি কার্টি, জাস্টিন গ্রিভস, কাভেম হজ, টেভিন ইমলাক, আমির জাঙ্গু, মিকাইল লুইস, গুড়াকেশ মোতি, কেভিন সিনক্লেয়ার, কেমার রোচ, অ্যান্ডারসন ফিলিপ, জেডেন সিলস এবং জোমেল ওয়ারিক্যান।