promotional_ad

আমি ফিনিশার, আমার কাজই মারা: শামীম

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
১৭ বলে অপরাজিত ৩৫ রানের ইনিংস খেলে ম্যাচসেরা শামীম হোসেন পাটোয়ারী, উইন্ডিজ ক্রিকেট
শেখ মেহেদী আউট হয়ে ড্রেসিং রুমে ফিরছেন আর শামীম হোসেন পাটোয়ারী উইকেট আসছেন। জাকের আলীর সঙ্গে জুটি গড়তে শামীম যখন উইকেটে এলেন তখন ১৪.২ ওভারে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের রান ৭২! সেখান থেকে সফরকারীরা একশ ছুঁতে পারবেন কিনা সেটার শঙ্কা ঘুরপাক খাচ্ছে সমর্থকদের মনে। একটু পর জাকের বিদায় দিলে সেই শঙ্কা আরও ঘনীভূত হয়। তবে প্রথম ম্যাচে শামীম যেখানে শেষ করেছিলেন দ্বিতীয় টি-টোয়েন্টিতে যেন সেখান থেকেই শুরু করলেন।

promotional_ad

টপ অর্ডার ব্যাটাররা যেখানে দাঁড়াতেই পারছিলেন না সেখানে চার-ছক্কায় বাংলাদেশের রান একশ পার করেছেন শামীম। শুধু তাই নয় মাত্র ১৭ বলে সমান ‍দুটি করে ছক্কা ও চারে অপরাজিত ৩৫ রান করেছেন। বাঁহাতি ব্যাটারের এমন ইনিংসেই ১২৯ রানের ‍পুঁজি পায় সফরকারীরা। ম্যাচ ও সিরিজ জিততে বাকি কাজটা সেরেছেন বোলাররা। তবে সেন্ট ভিনসেন্টে ঝড় তুলে ম্যাচসেরা হয়েছেন শামীম। 


আরো পড়ুন

ইনিংসটা আমার জন্য অনেক দরকার ছিল: শামীম

১৭ ডিসেম্বর ২৪
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিততে চান শামীম হোসেন পাটোয়ারী

সবশেষ কয়েক মাসের পরিশ্রমের ফলই এখন পাচ্ছেন বলে মনে করেন তিনি। ম্যাচসেরার পুরস্কার নিতে এসেছে বাঁহাতি এই ব্যাটার বলেন, ‘কত দিন পর জাতীয় দলে ফিরেছি, তাই খুব ভালো লাগছে। আমি হলাম ফিনিশার, আমার কাজই হলো মারা। শেষ কয়েক মাসে পরিশ্রম তো কম করিনি।’


দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলা ইনিংস নিয়ে ম্যাচ শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে শামীম বলেন, ‘সবসময় চিন্তা থাকে দল যেমনই থাকুক আমি আমার মতো খেলতে পারলে টিম অনেক উপরে চলে যাবে। সবসময় ইতিবাচক চিন্তাভাবনা করি।’



promotional_ad

ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশের টি-টোয়েন্টি দলে ফেরার আগে লাল সবুজের জার্সিতে শামীম খেলেছিলেন গত বছরের ডিসেম্বরে। মাঝে এক বছর জাতীয় দলের বাইরে থাকতে হয়েছে তাকে। তবে এই সময়ে বাংলাদেশ টাইগার্সের ক্যাম্প, হাই পারফরম্যান্স ইউনিট ও ইমার্জিং দলের হয়ে নিজেকে ঝালিয়ে নিয়েছেন। সেই সঙ্গে ফিনিশার হিসেবে নিজের প্রস্তুতিও নিয়েছেন  শামীম। 


আরো পড়ুন

লিটন-সাকিবকে বাদ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

১২ জানুয়ারি ২৫
ওয়েস্ট ইন্ডিজে সিরিজ জেতা বাংলাদেশ দল, ফাইল ফটো

যেখানে বেশ কিছু ভালো ইনিংসও খেলেছিলেন বাঁহাতি এই ব্যাটার। সেই আত্মবিশ্বাস থেকেই ভালো খেলার রসদ পেয়েছেন বলে জানান তিনি। ম্যাচ শেষে শামীম বলেন, ‘আসলে আমি শেষ যতগুলো ম্যাচ খেলেছি এইচপি, ইমার্জিং দল সবগুলোতে ভালো খেলে এসেছি। তো সেজন্য আমি আত্মবিশ্বাসী ছিলাম সুযোগ পেলে ভালো করব ইনশাআল্লাহ।’


দলের প্রয়োজনে এমন ইনিংস খেলায় ব্যাটিং কোচ ও সহকারী সিনিয়র কোচ মোহাম্মদ সালাহউদ্দিনের বাহবা পেয়েছেন শামীম। ব্যাটিং শেষে যখন ড্রেসিং রুমে যখন ফেরেন তখন বাঁহাতি ব্যাটারের মাথায় হাত বুলিয়ে দিয়েছেন সালাহউদ্দিন। এদিকে বছরখানেক দলের বাইরে থাকলেও এসব নিয়ে চিন্তা না করে ইতিবাচক থেকে জাতীয় দলে ফিরতে আত্মবিশ্বাসী ছিলেন বলে জানান বাঁহাতি এই ব্যাটার।



এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সালাউদ্দিন স্যার মাথায় দিয়ে বাহবা দিয়েছে। বলেছে ভালো ব্যাটিং করেছ। বাদ পড়া নিয়ে চিন্তা করি না। আমি ইতিবাচক থাকতে পছন্দ করি। আমি খুশি থাকতে পছন্দ করি। আমি জানি আমি যেকোন সময় কামব্যাক করতে পারব, এটাই আমার আত্মবিশ্বাস ছিল।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball