উপভোগের মন্ত্রে ধরা দিয়েছে সাফল্য, বিশ্বাস লিটনের
ছবি: বাংলাদেশ দলের উইকেট উদযাপনের মুহূর্ত, ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ
আর বাংলাদেশের অবস্থান ৯ নম্বরে। তাই এই সিরিজের পারফরম্যান্স বাংলাদেশের জন্য বড় প্রাপ্তি। সিরিজ জুড়েই দারুণ খেলেছেন বাংলাদেশের ব্যাটাররা। সৌম্য সরকার, শামীম হোসেন আলো ছড়িয়েছেন প্রথম দুই ম্যাচে। শেষ ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠলেন জাকের। তার ৪১ বলে ৭২ রানের ইনিংসেই ১৮৯ রানের বড় পুঁজি পায় বাংলাদেশ।
এই লক্ষ্য তাড়া করতে নেমে ক্যারিবীয়রা থামে ১০৯ রানে। আর ৮০ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এই সিরিজে ছিলেন না বাংলাদেশের নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। নেতৃত্ব পেয়ে বাংলাদেশকে দারুণ এক সিরিজ জয় উপহার দিয়েছেন লিটন দাস। সিরিজ শেষে লিটন জানালেন উপভোগের মন্ত্রেই ধরা দিয়েছে এই সাফল্য।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, 'যখন আমরা টেস্ট সিরিজটা শুরু করলাম। আমি ছিলাম আমরা কয়েকজন যারা ছিলাম... আমরা কিন্তু ভালো ক্রিকেট খেলেছি টেস্টেও। ওয়ানডে ফরম্যাটে দুর্ভাগ্যবসত আমরা জিততে পারিনি। আমরা কিন্তু ওয়ানডে ক্রিকেটেও খারাপ খেলিনি। ওই ধারাবাহিকতা কিন্তু সবার মাথায় ছিল। ভালো ক্রিকেট খেলেছি কিন্তু জয় পাচ্ছি না। এই বিশ্বাসটা সবার ভেতরেই ছিল।'
নিজ তাগিদেই দলের ক্রিকেটাররা ভালো খেলেছেন জানিয়ে লিটন বলেন, 'অধিনায়ক হিসেবে আমি কখনই বলিনি সবাইকে যে উজাড় করে দিতে হবে। তারা খুবই ভালো দল। নিজেদের মাঠে যেকোনো দলকে যেকোনো দিন ধ্বংস করতে পারে। আমার বার্তা ছিল যাবো ক্রিকেটটা উপভোগ করবো। যেটা ফলাফলে ভূমিকা রাখবে। নিজের দায়িত্বটা পালন করার চেষ্টা করব।'
টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের টসের আগে লিটন আশা করে বলেছিলেন ১৮০ রান হবে। তবে ১৪৭ রান করে ৭ রানে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। আর দ্বিতীয় ম্যাচে ১২৯ রান করে ২৭ রানে ম্যাচ জেতে টাইগাররা। তৃতীয় ম্যাচের উইকেট আগের দুই ম্যাচের তুলনায় ভালো ছিল বলে জানালেন লিটন। এমন উইকেটে বাংলাদেশের ব্যাটাররা যেভাবে খেলেছেন তার প্রশংসা করেছেন লিটন।
তিনি বলেছেন, 'একদিন দুইদিন মনে হয়েছে যে আমরা ব্যাটিংয়ে স্ট্রাগল করেছি। কিন্তু দুর্ভাগ্যবসত উইকেটটাই এমন ছিল যে সেখানে ব্যাটারদের জন্য কোনো সুবিধা ছিল না। আজকে যখন দেখলাম উইকেটটা খুব ভালো দেখুন আমাদের ব্যাটাররা কত ভালো একটা টোটাল দিয়েছে। আমাদের বোলাররা পুরো সিরিজ জুড়েই ভালো বোলিং করেছে। উইকেটের পেছন থেকে দেখে অনেক ভালো লাগছিল।'