promotional_ad

ইনিংসটা আমার জন্য অনেক দরকার ছিল: শামীম

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিততে চান শামীম হোসেন পাটোয়ারী
২০২৩ সালের ডিসেম্বরের পর থেকেই জাতীয় দলে ছিলেন না শামীম হোসেন পাটোয়ারী। বছরখানেক পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলে ফিরেই কার্যকরী ইনিংসে অবদান রেখেছেন বাঁহাতি এই ব্যাটার। নিজের ফেরার ম্যাচে ২৭ রানের ইনিংস খেলা শামীম জানিয়েছেন, নিজের ও দলের জন্য ইনিংসটা অনেক দরকার ছিল। সেই সঙ্গে সিরিজ জয়ে চোখ রাখছেন তিনি।

promotional_ad

বাংলাদেশের ক্রিকেটে ‘টি-টোয়েন্টি স্পেশালিস্ট’ হিসেবে পরিচিতি পেলেও জাতীয় দলে নিজের জায়গা এখনও পোক্ত করতে পারেননি শামীম। ২০২১ সালের জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হওয়া বাঁহাতি ব্যাটার সাড়ে তিন বছরের ক্যারিয়ারে খেলেছেন ২০ টি-টোয়েন্টি। শামীম যেখানে ব্যাটিং করেন সেখানে এতদিন খেলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে কদিন আগে অভিজ্ঞ ব্যাটার অবসর নেয়ার দরজা খুলেছে ঘরোয়াতে পারফর্ম করা শামীমের।


বছরখানেক পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি দিয়ে ফেরার ম্যাচে ১৩ বলে ২৭ রান করেছিলেন। বাঁহাতি ব্যাটারের ইনিংসটা খুব বেশি বড় না হলেও লোয়ার অর্ডারে নেমে তাঁর এমন ব্যাটিংয়ে দেড়শ ছুঁইছুঁই পুঁজি পায় বাংলাদেশ। প্রথম ম্যাচে ৭ রানের জয়ে দিনে শেখ মেহেদী, হাসান মাহমুদের মতো তিনিও নায়কদেরই একজন। আত্মবিশ্বাসের ভেলায় চড়ে এমন ইনিংস খেলেছেন বলে জানান তরুণ এই ব্যাটার। 


এ প্রসঙ্গে শামীম বলেন, ‘এক বছর পর এসেছি, অনেক ভালো লেগেছে। এই ইনিংসটা অনেক দরকার ছিল আমার জন্য। এমনকি আমার দলের জন্যও অনেক দরকার ছিল। অনেক আত্মবিশ্বাসী ছিলাম যে দলের জন্য ভালো কিছু করব ও দলকে ভালো কিছু দিতে পারব।’


promotional_ad

পরিকল্পনা নিয়ে তিনি যোগ করেন, ‘যে ধরনের উইকেট ছিল আর আমি উইকেটে যাওয়ার পর যা চাহিদা ছিল (পরিস্থিতির), আমার মনে হচ্ছিল যে, আমাকে রান করতে হবে। আমি রান করলে দল একটা ভালো অবস্থানে যাবে। এটাই ছিল আমার পরিকল্পনা।’


সেন্ট ভিনসেন্টে খেলতে নামার আগে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাদের বিপক্ষে টি-টোয়েন্টি জয়ের অভিজ্ঞতা ছিল না বাংলাদেশের। তবে মেহেদী, হাসান, শামীম কিংবা সৌম্য সরকারদের কল্যাণে সেই গেরো খুলেছে সফরকারীরা। প্রথম ম্যাচে ৭ রানের জয়ে প্রথমবার ক্যারিবীয় দ্বীপপুঞ্জে তাদের বিপক্ষে জয় পেয়েছেন লিটন দাসরা। ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি স্পেশালিস্ট হলেও আরেকটা ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিতে আত্মবিশ্বাসী শামীম।


তিনি বলেন, ‘যেহেতু আমরা তিন ম্যাচের একটিতে জিতে গেছি, এখনও একটু এগিয়ে আছি। অবশ্যই লক্ষ্য থাকবে সিরিজটা জয় করার। আপনারা জানেন যে, টি-টোয়েন্টিতে ওরা স্পেশালিস্ট ও অনেক ভালো। তবে আশা করি, আরেকটা ম্যাচ জিতে আমরা সিরিজ জিততে পারব।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: [email protected]
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball