ইনিংসটা আমার জন্য অনেক দরকার ছিল: শামীম
ছবি: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিততে চান শামীম হোসেন পাটোয়ারী
বাংলাদেশের ক্রিকেটে ‘টি-টোয়েন্টি স্পেশালিস্ট’ হিসেবে পরিচিতি পেলেও জাতীয় দলে নিজের জায়গা এখনও পোক্ত করতে পারেননি শামীম। ২০২১ সালের জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হওয়া বাঁহাতি ব্যাটার সাড়ে তিন বছরের ক্যারিয়ারে খেলেছেন ২০ টি-টোয়েন্টি। শামীম যেখানে ব্যাটিং করেন সেখানে এতদিন খেলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে কদিন আগে অভিজ্ঞ ব্যাটার অবসর নেয়ার দরজা খুলেছে ঘরোয়াতে পারফর্ম করা শামীমের।
আমি ফিনিশার, আমার কাজই মারা: শামীম
১৮ ডিসেম্বর ২৪বছরখানেক পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি দিয়ে ফেরার ম্যাচে ১৩ বলে ২৭ রান করেছিলেন। বাঁহাতি ব্যাটারের ইনিংসটা খুব বেশি বড় না হলেও লোয়ার অর্ডারে নেমে তাঁর এমন ব্যাটিংয়ে দেড়শ ছুঁইছুঁই পুঁজি পায় বাংলাদেশ। প্রথম ম্যাচে ৭ রানের জয়ে দিনে শেখ মেহেদী, হাসান মাহমুদের মতো তিনিও নায়কদেরই একজন। আত্মবিশ্বাসের ভেলায় চড়ে এমন ইনিংস খেলেছেন বলে জানান তরুণ এই ব্যাটার।
এ প্রসঙ্গে শামীম বলেন, ‘এক বছর পর এসেছি, অনেক ভালো লেগেছে। এই ইনিংসটা অনেক দরকার ছিল আমার জন্য। এমনকি আমার দলের জন্যও অনেক দরকার ছিল। অনেক আত্মবিশ্বাসী ছিলাম যে দলের জন্য ভালো কিছু করব ও দলকে ভালো কিছু দিতে পারব।’
পরিকল্পনা নিয়ে তিনি যোগ করেন, ‘যে ধরনের উইকেট ছিল আর আমি উইকেটে যাওয়ার পর যা চাহিদা ছিল (পরিস্থিতির), আমার মনে হচ্ছিল যে, আমাকে রান করতে হবে। আমি রান করলে দল একটা ভালো অবস্থানে যাবে। এটাই ছিল আমার পরিকল্পনা।’
লিটন-সাকিবকে বাদ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা বাংলাদেশের
১২ জানুয়ারি ২৫সেন্ট ভিনসেন্টে খেলতে নামার আগে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাদের বিপক্ষে টি-টোয়েন্টি জয়ের অভিজ্ঞতা ছিল না বাংলাদেশের। তবে মেহেদী, হাসান, শামীম কিংবা সৌম্য সরকারদের কল্যাণে সেই গেরো খুলেছে সফরকারীরা। প্রথম ম্যাচে ৭ রানের জয়ে প্রথমবার ক্যারিবীয় দ্বীপপুঞ্জে তাদের বিপক্ষে জয় পেয়েছেন লিটন দাসরা। ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি স্পেশালিস্ট হলেও আরেকটা ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিতে আত্মবিশ্বাসী শামীম।
তিনি বলেন, ‘যেহেতু আমরা তিন ম্যাচের একটিতে জিতে গেছি, এখনও একটু এগিয়ে আছি। অবশ্যই লক্ষ্য থাকবে সিরিজটা জয় করার। আপনারা জানেন যে, টি-টোয়েন্টিতে ওরা স্পেশালিস্ট ও অনেক ভালো। তবে আশা করি, আরেকটা ম্যাচ জিতে আমরা সিরিজ জিততে পারব।’