ওপেনিং বা ৩ নম্বরে আরও সফল হতেন রাহুল, দাবি স্টেইনের
টানা দুই ম্যাচে হাফ সেঞ্চুরি করেছেন লোকেশ রাহুল। রাঁচির পর রায়পুরেও হেসেছে রাহুলের ব্যাট। মিডল অর্ডারে নেমে ম্যাচের পরিস্থিতি বুঝে খেলার দারুণ দক্ষতা দেখা গেছে এই উইকেটকিপার ব্যাটারের ব্যাট থেকে। রাহুলের ব্যাটিংয়ে মুগ্ধ হয়েছেন সাউথ আফ্রিকার কিংবদন্তি পেসার ডেল স্টেইনও।