রায়পুরে জয়ের জন্য ৩৬৯ রানের লক্ষ্য তাড়ায় সাউথ আফ্রিকার শুরুটা ভালো হয়নি। ইনিংসের পঞ্চম ওভারেই ফেরেন কুইন্টন ডি কক। পেসার আর্শদীপ সিংয়ের বলে লেগ সাইডে খেলার চেষ্টায় মিড অনে ওয়াশিংটন সুন্দরের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। তবে দ্বিতীয় দুই উইকেটে জুটি গড়ে সফরকারীদের হাল ধরেন বাভুমা ও মার্করাম। দ্রুত রান তোলার পাশাপাশি তাদের দুজনের ব্যাটে এগিয়ে যেতে থাকে প্রোটিয়ারা। ৪৮ বলে ৪৬ রান করা অধিনায়ক বাভুমার বিদায়ে ভাঙে ১০১ রানের জুটি।
বাভুমা না পারলেও দারুণ ব্যাটিংযে ৫২ বলে হাফ সেঞ্চুরি করেন মার্করাম। তৃতীয় উইকেটে ব্রিটজকের সঙ্গেও জুটি গড়েন তিনি। পঞ্চাশ ছোঁয়ার পর দ্রুতগতিতে রান তুলে ৮৮ বলে সেঞ্চুরি করেন ডানহাতি এই ব্যাটার। ওয়ানডেতে ওপেনার হিসেবে ২৫ ইনিংসে এটাই তার প্রথম সেঞ্চুরি। ব্রিটজকের সঙ্গে ৭০ রানের জুটি ভাঙে মার্করামের বিদায়েই। হার্শিত রানার বলে রুতুরাজ গায়কোয়াড়ের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ৯৮ বলে ১১০ রানের ইনিংস খেলে।
মার্করাম ফেরার পর বাকি কাজটা সেরেছেন ব্রিটজকে ও ব্রেভিস। তারা দুজনে মিলে যোগ করেন ৯২ রান। দুর্দান্ত ব্যাটিংয়ে ৪৯ বলে হাফ সেঞ্চুরি পেয়েছেন ব্রিটজকে। আরেক ব্যাটার ব্রেভিস আক্রমণাত্বকে ব্যাটিংয়ে পঞ্চাশ ছুঁয়েছেন ৩৩ বলে। তাদের দুজনের জুটি ভাঙেন কুলদীপ যাদব। বাঁহাতি স্পিনারের বলে ৫৪ রান করে আউট হয়েছেন ব্রেভিস। একটু পর ফেরেন ৬৮ রান করা ব্রিটজকেও। তবে শেষের দিকে বশ ১৫ বলে অপরাজিত ২৯ রান করে সাউথ আফ্রিকার জয় নিশ্চিত করেন।
এর আগে ব্যাটিংয়ে নেমে ভারতের শুরুটা ছিল নড়বড়ে। আক্রমণাত্বক শুরুর চেষ্টায় ৮ বলে ১৪ রান করে ফেরেন রোহিত শর্মা। পাওয়ার প্লে শেষের আগে ৩৮ বলে ২২ রান করে থামতে হয়েছে ইয়াশভি জয়সাওয়ালকে। তবে তৃতীয় উইকেটে ১৯৫ রানের জুটি গড়ে ভারতের বিপদ সামাল দিয়েছেন রুতুরাজ ও কোহলি। ওয়ানডেতে সাউথ আফ্রিকার বিপক্ষে যেকোন উইকেটে শচীন টেন্ডুলকার ও দীনেশ কার্তিকের ১৯৪ রানের জুটির রেকর্ড ভেঙেছেন তারা।
তারকা ব্যাটারদের ভিড়ে জাতীয় সেভাবে সুযোগ না পেলেও সাউথ আফ্রিকা সিরিজের সুযোগটা রুতুরাজ কাজে লাগালেন বেশ ভালোভাবে। ৫২ বলে হাফ সেঞ্চুরি পাওয়ার পর ৭৭ বলে করেছেন ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি। যদিও একশ ছুঁয়েই ১০৫ রানে থামতে হয়েছে তাকে। সেঞ্চুরি পেয়েছেন আরেক ব্যাটার কোহলিও। প্রথম ম্যাচে সেঞ্চুরি করা ডানহাতি এই ব্যাটার এবার তিন অঙ্ক ছুঁয়েছেন ৯০ বলে।
সেঞ্চুরি ছোঁয়ার পর ১০২ রানে থামে তারকা এই ব্যাটার। কোহলি ও রুতুরাজের বিদায়ের পর ৪৩ বলে ৬৬ রান করে অপরাজিত ছিলেন লোকেশ রাহুল। রবীন্দ্র জাদেজার ব্যাট থেকে এসেছে ২৭ বলে ২৪ রান। তাদের ব্যাটেই শেষ পর্যন্ত ৩৫৮ রানের পুঁজি পায় ভারত। যদিও সেটাও তাড়া করে জিতেছে সাউথ আফ্রিকা। প্রথম দুই ম্যাচে দুই দলই একটি করে জেতায় শেষ ওয়ানডে অলিখিত ফাইনালে রূপ নিয়েছে।