ওল্ড ট্রাফোর্ডে চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটিং করছিলেন পান্ত। ইনিংসের ৬৮তম ওভারে ক্রিস ওকসের বলে রিভার্স সুইপ করতে চেয়েছিলেন বাঁহাতি এই ব্যাটার। তবে ব্যাটে না লেগে আঘাত হানে ডান পায়ে। তাৎক্ষণিকভাবে পান্তের পা থেকে রক্ত বের হয়। প্রাথমিক চিকিৎসা দেয়ার পরও পায়ের উপর ভর করে দাঁড়াতে পারছিলেন না তিনি। যার ফলে পায়ে আঘাত পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল তাকে।
এমন অবস্থায় পান্তের পরিবর্তে পুরো টেস্টে কিপিং করেন ধ্রুব জুরেল। যদিও দ্বিতীয় ইনিংসে দলের প্রয়োজনে ব্যাটিং করতে নেমেছিলেন পান্ত। তবে চোট গুরুতর হওয়ায় সিরিজের শেষ টেস্টে খেলতে পারেননি বাঁহাতি এই ব্যাটার। ইংল্যান্ডের বিপক্ষে পাওয়া চোটে এশিয়া কাপ, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পাশাপাশি অস্ট্রেলিয়া সফরও মিস করেছেন তিনি। চোট কাটিয়ে ফেরেন সাউথ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে।
মাঠের ক্রিকেটে ফেরার পর জাতীয় দলেও ফিরেছেন পান্ত। বাঁহাতি উইকেটকিপার ব্যাটার ফেরায় সবশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন এন জাগাদিশান। এ ছাড়া ম্যাচ না খেলেই বাদ পড়েছেন পেসার প্রসিধ কৃষ্ণ। ডানহাতি পেসারের জায়গায় চোট কাটিয়ে ফিরেছেন আকাশ। তিনিও সবশেষ ইংল্যান্ড সফরে চোটে পড়েছিলেন। সাউথ আফ্রিকা সিরিজেও দলে জায়গা হয়নি শামির।
কদিন আগেই ডানহাতি পেসারের ফিটনেস নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন প্রধান নির্বাচক অজিত আগারকার। যদিও ওই সময় বিশেষ কিছু বলেননি শামি। তবে বাংলার হয়ে খেলতে নেমে ২ ম্যাচে ১৫ উইকেট নিয়ে ফেরার বার্তা দিয়ে রেখেছিলেন। তবে লম্বা সময় চোটের সঙ্গে লড়াই করা অভিজ্ঞ পেসারকে ফেরায়নি ভারত। ১৪ নভেম্বর কলকাতায় প্রথম টেস্ট এবং ২২ নভেম্বর গৌহাটিতে হবে দ্বিতীয় ম্যাচ।
ভারতের টেস্ট দল— শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পান্ত (সহ-অধিনায়ক), ইয়াশভি জয়সাওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, দেবদূত পাডিকাল, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, জসপ্রিত বুমরাহ, অক্ষর প্যাটেল, নীতিশ কুমার রেড্ডি, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব এবং আকাশ দীপ।