সেই লক্ষ্যে খেলতে নেমে রীতিমতো তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের ব্যাটিং ইউনিট। স্বাগতিকরা অল আউট হয়েছে মাত্র ৯৩ রানে। ব্যাটারদের ব্যর্থতায় ৩০ রানের হারে ২ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে ভারত। এদিন ভারতকে ভালো শুরু এনে দিতে পারেননি দুই ওপেনার ইয়াসভি জয়সাওয়াল ও লোকেশ রাহুল। রানের খাতাই খুলতে পারেননি জয়সাওয়াল। আর ১ রান করে ফেরেন রাহুল।
এরপর তিন নম্বরে প্রমোশন পেয়ে ৩১ রানের ইনিংস খেলেছেন ওয়াশিংটন সুন্দর। ভারতের ইনিংসে এটাই সর্বোচ্চ রানের ইনিংস। ১৩ রান করেন ধ্রুব জুরেল। পাশাপাশি রবীন্দ্র জাদেজা ২৬ বলে ১৮ ও অক্ষর প্যাটেল ১৭ বলে ২৬ রান করে। তবে তাও ভারতের জয়ের জন্য যথেষ্ঠ ছিল না এই রান।
অক্ষর প্যাটেল দলীয় ৯৩ রানে ফেরার পর আর এক রানও যোগ করতে পারেনি ভারত। শেষ দুই উইকেটও তারা হারায় এই রানেই। ভারতের ইনিংস জুড়ে ভীতি ছড়িয়েছেন প্রোটিয়া স্পিনার সাইমন হার্মার। তিনি একাই নিয়েছেন ৪ উইকেট। দুটি করে উইকেট নেন মার্কো জানসেন ও কেশভ মহারাজ। একটি উইকেট যায় এইডেন মার্করামের ঝুলিতে।
এদিন ব্যাট করতে নামতেই পারেননি শুভমান গিল। তিনি ঘাড়ের চোট নিয়ে আইসিইউতে ভর্তি আছেন। ফলে ৯ উইকেট যাওয়ার পরই কার্যত ভারতের ইনিংস শেষ হয়ে যায়। এর আগে সাউথ আফ্রিকা এদিন দিনের খেলা শুরু করে ৭ উইকেটে ৯৩ রান নিয়ে। অষ্টম উইকেটে কর্বিন বশকে নিয়ে টেম্বা বাভুমার ৪৪ রানের জুটিই এই ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছে।
বশ দিনের শুরুতে ফেরেন ৩৭ বলে ২৫ রানের লড়াকু ইনিংস খেলে। ৭ রান করেন হার্মার। শূন্য রানে ফেরেন মহারাজ। তবে শেষ পর্যন্ত একপ্রান্ত আগলে রাখেন বাভুমা। সাউথ আফ্রিকার অধিনায়ক হাফ সেঞ্চুরি তুলে নিয়ে ১৩৬ বলে ৫৫ রানে অপরাজিত থাকেন। ভারতের হয়ে ৪ উইকেট নেন জাদেজা। দুটি করে উইকেট পান কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজ। বাকি দুটি উইকেট ভাগাভাগি করেন জসপ্রিত বুমরাহ ও অক্ষর প্যাটেল।