দ্বিতীয় দিন শেষে সাউথ আফ্রিকার লিড দাড়িয়েছে ৬৩ রানের। সংগ্রহ বাড়াতে না পারলে নিশ্চিত বড় হারের পথেই আছে সাউথ আফ্রিকা। দলটির ভরসা হয়ে টিকে আছেন টেম্বা বাভুমা। তিনি ৭৮ বলে ২৯ রান করে অপরাজিত আছেন। তাকে সঙ্গ দিচ্ছেন করবিন বশ। তার নামের পাশে ১ রান।
আর মাত্র ৩ উইকেট পেলেই জয় তুলে নেবে ভারত। কলকাতার ইডেন গার্ডেন্সে এদিন উইকেটের বন্যা হয়েছে। দিন জুড়ে দুই দলের মিলিয়ে উইকেট পড়েছে ১৫টি, যার মধ্যে স্পিনাররাই নিয়েছে ১২ উইকেট। শুভমান গিল ঘাড়ের চোটে পড়েছেন। তিনি রিটায়ার্ড হার্ট হয়েছেন। পুরো টেস্ট জুড়ে সর্বোচ্চ রানের ইনিংসটি ৩৯ রানের।
আর সেরা জুটিটি হয়েছে ৫৭ রানের। দ্বিতীয় উইকেটে ভারতের হয়ে ১৬৬ বলে ৫৭ রান সংগ্রহ করেছেন লোকেশ রাহুল ও ওয়াশিংটন সুন্দর। সর্বোচ্চ ৩৯ রানের ইনিংসটি রাহুলের। এ দিন ভারতের হয়ে ২৯ রান করেছেন সুন্দর। এর বাইরে ২৭ রান করে করেছেন ঋষভ পান্ত ও রবীন্দ্র জাদেজা।
আর কেউই বলার মতো রান করতে পারেননি। সাউথ আফ্রিকার হয়ে সাইমন হার্মার একাই নেন ৪ উইকেট। ৩টি উইকেট নিয়েছেন মার্কো জানসেন। একটি করে উইকেট পেয়েছেন কেশভ মহারাজ ও করবিন বশ। এরপর সাউথ আফ্রিকা এদিন দ্বিতীয় ইনিংসে জাদেজার ঘূর্ণির মুখে পড়ে।
ভারতীয় এই স্পিনারের ছোবলে ব্যাটিং ধস নামে সাউথ আফ্রিকার। কুলদীপ যাদব নিয়েছেন ২ উইকেট। একটি উইকেট নেন অক্ষর প্যাটেল। বাভুমা বাদে দুই অঙ্ক পেরুতে পেরেছেন সাউথ আফ্রিকার আর মাত্র দুজন। ১১ রান করেছেন মুল্ডার আর ১৩ রান করেছেন জানসেন।