
লিটন-তানজিদে রেকর্ড ওলট-পালট, ১৪৯ রানে জিতল ঢাকা
বাজে ফর্মের কারণে বেশ কিছুদিন যাবত আলোচনায় ছিলেন লিটন দাস। কদিন আগে ঢাকা ক্যাপিটালসের একাদশ থেকে বাদ পড়ায় আলোচনাটা আরও বেশি জোরালো হয়। তবে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ফিরেই ৭৩ রানের ইনিংস খেলেছিলেন ডানহাতি এই ওপেনার। ওমন ইনিংসেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকদের মন গলাতে পারেননি লিটন। ১২ জানুয়ারি ঘোষিত বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তাই জায়গা হয়নি তাঁর। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়ায় পুরো দিন জুড়েই আলোচনায় ছিলেন লিটন।