 
        রিশাদের অনবদ্য পারফরম্যান্স দেখে বিলিংসের মনে পড়ছে রশিদকে
তিন উইকেট নিয়ে পিএসএল অভিষেক রাঙিয়েছেন রিশাদ হোসেন। বাংলাদেশের এই লেগ স্পিনার পিএসএলে নিজের দ্বিতীয় ম্যাচেও নিলেন তিন উইকেট। দুটি ম্যাচেই তার দল লাহোর কালান্দার্সও জিতেছে। টুর্নামেন্টটিতে রশিদ খানের অভাব বেশ ভালোভাবেই পূরণ করেছেন রিশাদ, এমনটা মনে করছেন স্যাম বিলিংস।
 
         
         
         
         
         
         
         
         
         
        