নিরবতা ভেঙে কারান বললেন, ‘সত্যি আমি কাঁদিনি’

টম কারান
ভারত ও পাকিস্তানের মধ্যকার যুদ্ধাবস্থায় পাকিস্তান সুপার লিগে ব্যস্ত ছিলেন ইংলিশ ক্রিকেটার টম কারান। তিনি লাহোর কালান্দার্সের হয়ে এই টুর্নামেন্টে মাঠে নেমেছিলেন। নিরাপত্তার কারণে এই সংঘাতের মাঝেই পিএসএল স্থগিতের সিদ্ধান্ত নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

promotional_ad

যদিও সে সময় বিশেষ ব্যবস্থায় কারানসহ ৪২ বিদেশি ক্রিকেটার ও দুই সাংবাদিককে দুবাই পাঠায় পিসিবি। সেদিন গণমাধ্যমের সঙ্গে আলাপকালে রিশাদ হোসেন মন্তব্য করেন এমন পরিতিস্থিতিতে পড়ে বাচ্চার মতো কেঁদেছিলেন কারান। অন্যদিকে ড্যারিল মিচেল আর কখনও পাকিস্তানে যাবেন না বলেন।


আরো পড়ুন

বাংলাদেশে খেললেও বেনের চোখ আছে ভারত-পাকিস্তানে

২৬ এপ্রিল ২৫
সংবাদ সম্মেলনে বেন কারান, ক্রিকফ্রেঞ্জি

যদিও পরবর্তীতে রিশাদ সেই কথা অস্বীকার করেন এবং জানান গণমাধ্যম তার বক্তব্যকে ভুল ভাবে ব্যখ্যা করেছে। এরপর ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তাকে ক্ষমা চাইতেও দেখা যায়। এবার এই বিষয়ে মুখ খুলেছেন কারান। তিনি জানিয়েছেন সেদিন 'বাচ্চার মতো' কাঁদেননি তিনি। এমনকি পিএসএল আবার শুরু হওয়াতে তিনি বেশ আনন্দিত।


promotional_ad

সম্প্রতি এক সাক্ষাৎকারে কারান বলেন, 'আমি আনন্দিত যে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে এবং আমি দুটি বিশেষ দেশের মধ্যে শান্তি বজায় থাকার জন্য প্রার্থনা করি। আরর হ্যাঁ, সত্যি বলছি, আমি কাঁদিনি বরং প্রস্তুত ছিলাম (হাসি)।'


আরো পড়ুন

আইসিসি র‍্যাঙ্কিংয়ে রিশাদের চমক, লিটন-ইমনের উন্নতি

৫০ মিনিট আগে
বোলিংয়ে রিশাদ হোসেন, ক্রিকফ্রেঞ্জি

এর আগে গণমাধ্যমে আলাপকালে এক ভিডিওতে রিশাদকে বলতে শোনা যায়, ‘সে (টম কারান) এয়ারপোর্টে গিয়েছিল, কিন্তু শুনলো যে এয়ারপোর্ট বন্ধ। তারপর সে বাচ্চা ছেলের মতো কাঁদতে শুরু করে। তাকে সামলাতে দুই-তিনজন মানুষ লাগলো।’


তিনি আরও যোগ করেন, ‘বিদেশি খেলোয়াড়দের মধ্যেও আতঙ্ক ছিল— স্যাম বিলিংস, ড্যারিল মিচেল, কুশল পেরেরা, ডেভিড ভিসে, টম কারান... সবাই ভীত ছিল। দুবাই পৌঁছে মিচেল আমাকে বলল, সে আর কখনো পাকিস্তানে যাবে না, বিশেষ করে এমন পরিস্থিতিতে। মোটকথা, সবাই আতঙ্কে ছিল।’


এদিকে ভারত ও পাকিস্তানের যুদ্ধ বিরতির পর ১৭ মে থেকে আবারও শুরু হয়েছে পিএসএল। পিএসএলের বাকি ম্যাচগুলোর নতুন সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে। পিএসএল আবার শুরু হলেও কারান বা মিচেলদের কাউকেই পিএসএলে খেলতে দেখা যাচ্ছে না। মিচেল আঙুলের চোটের কারণে পিএসএলের শেষ অংশে খেলছেন না। কারান ভুগছেন গোড়ালির চোটে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball