promotional_ad

রাওয়ালপিন্ডিতে হতে পারে পিএসএল

পিসিবি
ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি হওয়ায় পাকিস্তান সুপার লিগ (পিএসএল) চালু করতে তোড়জোড় শুরু করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টুর্নামেন্ট শুরু করতে ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে যোগাযোগ করেছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। ধারণা করা হচ্ছে, রাওয়ালপিন্ডিতে হতে পারে পিএসএলের বাকি অংশ।

promotional_ad

প্রতিশোধ নিতে একের পর এক হামলা ও পাল্টা হামলা চালায় ভারত ও পাকিস্তান। এমন অবস্থায় রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের পাশে ড্রোন হামলা হওয়ায় স্থগিত করা হয় পেশাওয়ার জালমি ও করাচি কিংসের ম্যাচ। তখন থেকেই গুঞ্জন ছিল, নিরাপত্তার স্বার্থে পাকিস্তান থেকে সরিয়ে নেয়া হতে পারে পিএসএল। যদিও পিসিবি চেয়েছিল করাচিতে টুর্নামেন্ট শেষ করতে।


আরো পড়ুন

দেশে ফিরলেন নাহিদ-রিশাদ

১০ মে ২৫
রিশাদ হোসেন ও নাহিদ রানা, ক্রিকফ্রেঞ্জি

পিসিবির এমন প্রস্তাবে সায় দেননি পিএসএল খেলতে আসা বিদেশি ক্রিকেটারদের কেউই। তাদের চাওয়াতেই শেষ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেয়া হয় টুর্নামেন্টটি। তবে কয়েক ঘণ্টা পর পিএসএলের বাকি অংশ আয়োজনের সিদ্ধান্ত থেকে সরে আসে পিসিবি। পরিস্থিতি উত্তরণের পরিবর্তে অবনতি হওয়ায় অনির্দিষ্টকালের জন্য টুর্নামেন্টটি স্থগিত করার সিদ্ধান্ত নেয় তারা।


promotional_ad

১০ মে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে ভারত ও পাকিস্তান। এমন ঘোষণা আসার পরই পিএসএল চালু করতে কাজ শুরু করেছে পিসিবি। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, ছয়টি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে পুনরায় আলোচনা করছে তারা। যেখানে ফ্র্যাঞ্চাইজিদের নির্দেশনা দেয়া হয়েছে যাতে তারা দুবাইয়ে বিদেশি ক্রিকেটারদের অবস্থান নিশ্চিত করে।


আরো পড়ুন

আমরা প্রস্তুত, বাকিটা বোর্ড সিদ্ধান্ত নেবে—পাকিস্তান সফর নিয়ে সালাহউদ্দিন

১৫ ঘন্টা আগে
মিরপুরে অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা, ক্রিকফ্রেঞ্জি

এ ছাড়া দেশি ক্রিকেটারদের ম্যাচ খেলার প্রস্তুতি নিতে বলা হয়েছে। তবে কবে নাগাদ টুর্নামেন্টটি মাঠে গড়াবে সেটার কোনো ধারণা দিতে পারেনি তারা। এদিকে কয়েকদিনের মাঝে টুর্নামেন্ট শুরু করা সম্ভব না হলে বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচির সঙ্গে সাংঘর্ষিক হতে পারে পিএসএল। এমন অবস্থায় যেকোনো একটিকে বাদ দিতে হবে পিসিবিকে।


এখন পর্যন্ত পিএসএলের ২৭টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বাকি আছে ৮টি ম্যাচ। সর্বোচ্চ ১৩ পয়েন্ট নিয়ে সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছে কোয়েটা গ্লাডিয়েটর্স। ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে করাচি, সমান পয়েন্ট নিয়ে তিনে রয়েছে ইসলামাবাদ ইউনাইটেড। চারে থাকা রিশাদ হোসেনের লাহোর কালান্দার্সের ৯ পয়েন্ট। নাহিদ রানার পেশাওয়ার জালমির পয়েন্ট ৮। প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেছে মুলতান সুলতান্স।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball