promotional_ad

লাহোরের হয়ে খেলতে বিসিবির কাছ থেকে অনাপত্তিপত্র পেলেন মিরাজ

সাকিবের পর পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন মেহেদী হাসান মিরাজ, ফাইল ফটো
রিশাদ হোসেন দেশে ফেরার পর লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল খেলতে গেছেন সাকিব আল হাসান। বাংলাদেশের অলরাউন্ডারের সঙ্গে এবার যুক্ত হচ্ছেন মেহেদী হাসান মিরাজ। সিকান্দার রাজার বদলি হিসেবে পিএসএলের বাকি অংশের জন্য মিরাজকে দলে নিয়েছে লাহোর। ক্রিকফ্রেঞ্জিকে এমনটাই নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র। এটাই হতে যাচ্ছে মিরাজের প্রথম বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ।

promotional_ad

গ্রুপ পর্বের ম্যাচগুলোতে রাজা ছিলেন লাহোরের নির্ভরতার প্রতীক। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ খেলতে ২২ মে নটিংহ্যামে পাড়ি জমাচ্ছেন তিনি। রাজা চলে যাবেন বলে প্লে-অফ নিশ্চিত করেও কিছুটা ধাক্কা খেয়েছে লাহোর। তাই বিকল্পের খোঁজে তারা চোখ দেয় বাংলাদেশের দিকে।


আরো পড়ুন

সিয়ার্স-মুজারাবানিকে টপকে এপ্রিলের মাসসেরা মিরাজ

১৪ মে ২৫
মেহেদী হাসান মিরাজ, আইসিসি

রিশাদ এরই মধ্যে জাতীয় দলের ব্যস্ততায় পিএসএলে খেলা থেকে ছিটকে গেছেন। সাকিব দলে থাকলেও মাঠে ফেরার পর এখনো তেমন ছন্দে নেই। এই প্রেক্ষাপটে লাহোরের মনে হয়েছে রাজার শূন্যতা পূরণে মিরাজ হতে পারেন কার্যকর এক বিকল্প। বাংলাদেশের হয়েও বেশ ছন্দে আছেন মিরাজ।


promotional_ad

একটি সূত্রে ক্রিকফ্রেঞ্জি জানতে পেরেছে মিরাজ আজ সকালে বিসিবির কাছে এনওসি চেয়ে আবেদন করেন। যেহেতু তিনি এখন টি-টোয়েন্টি স্কোয়াডে নেই, তাই আবেদন করার কয়েকঘণ্টার মধ্যেই তাকে এনওসি দিয়ে দেয়া হয়।


আরো পড়ুন

পেশোয়ারকে হারিয়ে প্লে-অফে সাকিবের লাহোর

১৪ ঘন্টা আগে
লাহোর কালান্দার্স

জানা গেছে, আজই লাহোরের বিমানে চড়তে পারেন মিরাজ। পিএসএলের পরবর্তী ম্যাচ ২২ মে। সে ম্যাচেই সাকিব ও মিরাজকে একসঙ্গে একই দলে খেলতে দেখা যেতে পারে।


এই মুহূর্তে লাহোর কালান্দার্স ১০ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে। সাকিব ছাড়াও এই মুহূর্তে ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যস্ত সময় পার করা আরেক ক্রিকেটার মুস্তাফিজুর রহমান। এই পেসার দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল খেলছেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball