পিএসএলে লাহোরের হয়ে খেলবেন সাকিব

ছবি: পেশোয়ার জালমির জার্সিতে সাকিব আল হাসান, পিসিবি

২০১৬ সালে করাচি কিংসের হয়ে পিএসএলে অভিষেক ম্যাচেই তিনি ৩৫ বলে ৫১ রান করেন এবং ১ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন। পরে তিনি পেশোয়ার জালমির হয়ে দুই মৌসুম খেলেছেন। তবে ইনজুরি ও অন্যান্য কারণে তিনি সব মৌসুমে নিয়মিত অংশ নিতে পারেননি।
সাকিবের জন্য সব সময় দরজা খোলা: মিঠু
৩ ঘন্টা আগে
সাকিব পাকিস্তান সুপার লিগ (পিএসএল) মোট ১৪টি ম্যাচ খেলেছেন। ব্যাট হাতে ১৮১ রান করেছেন, ১৬.৩৬ গড়ে এবং ১০৭.১৪ স্ট্রাইক রেটে। সেই সঙ্গে বল হাতে ৮টি উইকেট নিয়েছেন, ৭.৩৯ ইকোনোমিতে । এবার পাকিস্তান ও ভারতের দ্বন্দ্বের কারণে মাঝ পথেই থমকে গিয়েছিল পিএসএল।
যদিও যুদ্ধ বিরতির পর ১৭ মে থেকে আবারও শুরু হওয়ার কথা পিএসএল। তবে বিদেশি ক্রিকেটারদের মধ্যে অনেকেই ব্যস্ত হয়ে পড়ছেন আন্তর্জাতিক ক্রিকেটে। আবার অনেকে ঝুঁকির কথা ভেবে পাকিস্তানে যাচ্ছেন না। ফলে বিদেশি ক্রিকেটারের সংকটের মধ্যে পড়েছে পিএসএল।

এবার শোনা যাচ্ছে পর্যাপ্ত বিদেশি ক্রিকেটার ভেড়াতে তারা সাপ্লিমেন্টারি ড্রাফট করতে পারে বলে শোনা যাচ্ছে। পিএসএলের পুনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১৮মে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে পেশোয়ারের বিপক্ষে ম্যাচ রয়েছে লাহোরের। পিএসএলের খেলা স্থগিত হওয়ার আগে ৯ ম্যাচে ৪ জয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের ৪ নম্বর দল লাহোর।
আইপিএল-পিএসএলের সময় হতে পারে বিপিএল, বাড়তে পারে ভেন্যু
১০ জুলাই ২৫
<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Shakib Al Hasan to play for Lahore at PSL</p>— Mominul Islam (@MominulCric) <a href="https://twitter.com/MominulCric/status/1922656335574741394?ref_src=twsrc%5Etfw">May 14, 2025</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
১ পয়েন্ট কম নিয়ে ৫ নম্বরে থাকা পেশোয়ারের বিপক্ষে ওই ম্যাচটাতেই নির্ধারিত হবে লাহোর প্লে অফে যাবে কিনা। সবকিছু ঠিক থাকলে আর পিএসএল দিয়েই দীর্ঘ ৬ মাস পর আবারো প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন সাকিব। তার আগে অবশ্য বিসিবির কাছে পিএসএল খেলার জন্য অনাপত্তি পত্র বা এনওসির আবেদনও করতে হবে সাকিবকে।
এনওসি পেয়ে গেলে টুর্নামেন্টটিতে খেলতে আর বাঁধা থাকবে না। জাতীয় দলের হয়ে গেলো বছরের সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে সবশেষ সকিবকে দেশের হয়ে খেলতে দেখা যায়। এরপর বাংলা টাইগার্সের হয়ে আবু ধাবি টি টেন লিগে খেলেছিলেন। এরপর আর সাকিবকে কোথাও খেলতে দেখা যায়নি।
এর মধ্যেই আবার নিষিদ্ধ হওয়া বোলিং অ্যকশন শুধরে আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে বোলিং করার বৈধতা পান। তাই তো এবারের পিএসএলে সাকিবের খেলাটা বিশেষ কিছুই হয়ে থাকবে তার ভক্তদের জন্য।