সাকিবের সঙ্গে নতুন করে পিএসএলে যোগ দিলেন যারা

ছবি: অ্যালেক্স হেলস (বামে), টাইমাল মিলস (মাঝে) ও সাকিব আল হাসান (ডানে)

লাহোর কালান্দার্স—
লাহোরে ড্যারিল মিচেলের বদলি সাকিব
১৫ মে ২৫সংঘাতের কারণে পিএসএল স্থগিত হওয়ার আগে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছেন রিশাদ হোসেন। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে ৫ ম্যাচে ৯ উইকেট নিয়েছেন বাংলাদেশের এই লেগ স্পিনার। ১৭ মে থেকে টুর্নামেন্ট শুরু হলেও পিএসএল খেলতে পাকিস্তান যাচ্ছেন না রিশাদ। পাশাপাশি নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল ও ইংল্যান্ডের টম কারানও ফিরছেন না লাহোরের জার্সিতে। ফলে বাধ্য হয়েই বিকল্প ক্রিকেটার নিতে হচ্ছে তাদের।
করাচি কিংসের বিপক্ষে আঙুলে চোট পাওয়া মিচেলের বদলি হিসেবে লাহোরে যোগ দিচ্ছেন সাকিব। প্রায় ৬ মাস পর মাঠের ক্রিকেটে ফিরতে যাচ্ছেন তারকা এই অলরাউন্ডার। ১৮ মে পেশাওয়ার জালমির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে লাহোর। সেই ম্যাচেই পাওয়া যাবে সাকিবকে। এ ছাড়া গোঁড়ালির চোটে পড়া কারানের বদলি হিসেবে খেলার সুযোগ পেয়েছেন শ্রীলঙ্কান ব্যাটার ভানুকা রাজাপাকশে।
ইসলামাবাদ ইউনাইটেড—
৯ ম্যাচের পাঁচটিতে জিতে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে ইসলামাবাদ ইউনাইটেড। শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ করাচি। রান রেটে পিছিয়ে থাকায় সেরা চারে খেলতে ম্যাচটা জিততেই হবে তাদেরকে। তবে পেশাওয়ার যদি দুই ম্যাচের দুটিতেই হেরে যায় তাহলে ১০ পয়েন্ট নিয়েই প্লে-অফে জায়গা করে নেবেন শাদাব খান-ইমাদ ওয়াসিমরা। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দিয়েছেন বেন ডোয়ারশিস, রাসি ভ্যান ডার ডাসেনরা।

তাদের পাশাপাশি অ্যালেক্স হেলস, জিমি নিশাম, টাইমাল মিলসের মতো তারকা ক্রিকেটাররা ইসলামাবাদের স্কোয়াডে যুক্ত হয়েছেন। ২০১৭ সালে ইসলামাবাদের হয়ে পিএসএলে অভিষেক হওয়া হেলস তাদের হয়ে খেলেছেন ৬ মৌসুমে। এ ছাড়া করাচি কিংসের হয়েও এক মৌসুম খেলেছেন ইংলিশ এই ব্যাটার। সবমিলিয়ে পিএসএলে ৪৪ ম্যাচে ১ হাজার ১৮০ রান করেছেন হেলস।
পিএসএলে লাহোরের হয়ে খেলবেন সাকিব
১৪ মে ২৫
নিউজিল্যান্ডের নিশাম প্রথমবারের মতো ইসলামাবাদের হয়ে খেলতে যাচ্ছেন। ২০২৩ সালে পেশাওয়ার জালমির হয়ে ৭ ম্যাচে ৮৭ রান করার পাশাপাশি ৬ উইকেট নিয়েছিলেন কিউই অলরাউন্ডার। দ্বিতীয়বারের মতো ইসলামাবাদের জার্সিতে ফিরছেন পেসার মিলস। এ ছাড়া কোয়েটা গ্লাডিয়েটর্স, পেশাওয়ার ও করাচির হয়ে খেলার অভিজ্ঞতাও আছে তার। পিএসএলে ২৮ ম্যাচ খেলে নিয়েছেন ৩৪ উইকেট।
করাচি কিংস—
পিএসএল স্থগিত হওয়ায় সবার মতো দেশে ফিরে গিয়েছিলেন ডেভিড ওয়ার্নার, মোহাম্মদ নবি, জেমস ভিন্স ও বেন ম্যাকডরমট। আশঙ্কা থাকলেও করাচির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে টুর্নামেন্টের বাকি অংশ খেলতে তারা সবাই পাকিস্তানে ফিরবেন। নতুন করে স্কোয়াডে যুক্ত করা হয়েছে স্কটল্যান্ডের বাঁহাতি ব্যাটার জর্জ মানজিকে। তবে কার পরিবর্তে তাকে দলে নেয়া হয়েছে নিশ্চিত করেনি করাচি।
পেশাওয়ার জালমি—
দেশে ফিরে যাওয়া টম কোহলার ক্যাডমোর, ম্যাক্স ব্রায়ন্ট, নাজিবুল্লাহ জাদরান এবং লুক উড পেশাওয়ারের সঙ্গে পুনরায় যোগ দিয়েছেন। তবে তাদের হয়ে অভিষেক না হওয়া বাংলাদেশি পেসার নাহিদ রানা নাও ফিরতে পারেন পাকিস্তানে। সেরা চারে যাওয়ার সুযোগ থাকলেও এখন পর্যন্ত নতুন করে কাউকে দলে নেয়নি পেশাওয়ার। ৮ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে থাকা বাবর আজমদের শেষ দুই ম্যাচ লাহোর ও করাচির সঙ্গে। সেরা চারে যেতে হলে ১৮ মে লাহোরকে হারাতেই হবে তাদের।
কোয়েটা গ্লাডিয়েটর্স—
৯ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে সবার আগে সেরা চার নিশ্চিত করেছে কোয়েটা। ফলে তাদেরকে অন্তত আর তিনটি ম্যাচ খেলতে হবে। কোয়েটার হয়ে পিএসএল খেলতে পাকিস্তানে ফিরেছেন দারুণ ছন্দে থাকা রাইলি রুশো। তবে কুশল মেন্ডিস, শন অ্যাবট ও মার্ক চ্যাপম্যানকে পাচ্ছে না তারা। গুজরাট টাইটান্সের হয়ে খেলতে পিএসএল ছেড়ে আইপিএলে চলে গেছেন শ্রীলঙ্কার মেন্ডিস।
গ্রুপ পর্বে কোয়েটার শেষ ম্যাচ আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া মুলতান সুলতান্সের বিপক্ষে, ১৮ মে। সেই ম্যাচের আগে তাদের বদলিও নিয়েছে কোয়েটা। পিএসএলের বাকি অংশের জন্য রুশোদের সঙ্গে যোগ দিচ্ছেন শ্রীলঙ্কার আভিস্কা ফার্নান্দো, দীনেশ চান্দিমাল ও আফগানিস্তানের অলরাউন্ডার গুলবাদিন নাইব। সবশেষ ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হয়েছিলেন গুলবাদিন।