আইপিএল নিলামে ঝড় তোলা কারা এই প্রশান্ত-কার্তিক
আইপিএল নিলামের ইতিহাসে আনক্যাপড ভারতীয় ক্রিকেটারদের দামের নতুন অধ্যায় রচিত হলো আবুধাবিতে। উত্তর প্রদেশের ২০ বছর বয়সী বাঁহাতি স্পিন অলরাউন্ডার প্রশান্ত বীর এবং রাজস্থানের ১৯ বছর বয়সী উইকেটকিপার কার্তিক শর্মা—দুজনকেই ১৪.২ কোটি রুপি দিয়ে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস।