আবারও বিসিবির সভাপতি বুলবুল, সহ-সভাপতি ফারুক ও শাখাওয়াত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে কারা জয়ী হচ্ছেন সেটা প্রায় নিশ্চিতই ছিল। ৬ অক্টোবর নির্বাচনের আনুষ্ঠিকতা শেষে বিসিবির পরিচালনা পর্ষদে জায়গা পেয়েছেন ২৩ জন। এ ছাড়া দুজন পরিচালক এসেছেন জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কোটায়। যার ফলে সন্ধ্যা নাগাদ বিসিবির আগামী পরিচালনা পর্ষদের ২৫ জন পরিচালকের তালিকা চূড়ান্ত হয়েছে। পরবর্তীতে তাদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে সভাপতি ও সহ-সভাপতি পদের নির্বাচন।