বিসিবি নির্বাচনে কে কত ভোট পেয়ে পরিচালক হলেন

বাংলাদেশ
বিসিবি নির্বাচনে কে কত ভোট পেয়ে পরিচালক হলেন
ক্রিকফ্রেঞ্জি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
সরকারি হস্তক্ষেপের অভিযোগ তোলে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তামিম ইকবালসহ ২১ জন পরিচালক প্রার্থী। বাকিদের নিয়ে ৬ অক্টোবর সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত রাজধানীর একটি হোটেলে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তিনটি ক্যাটাগরিতে মোট ২৩ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। বাকি দুজন পরিচালক এসেছেন জাতীয় ক্রীড়া পরিষদ থেকে। সন্ধ্যা ৬ টা নাগাদ নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে।

বিসিবি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী না থাকায় খুলনা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের পরিচালকরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। যার ফলে মোট ১৯১ জন ভোটার থাকলেও তাদের বিভাগের ভোটারদের বাদ দিয়ে ১৫৬ জনের ভোট দেয়ার কথা ছিল। তবে অনেকে নির্বাচন বর্জন করায় শেষ পর্যন্ত ১১৫ জন ভোট দিয়েছেন। অর্থাৎ ৭৩.৭১ শতাংশ ভোট পড়েছে।

আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান সরে দাঁড়ানোয় আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিমের নির্বাচিত হওয়াটা নিশ্চিতই ছিল। ৬ অক্টোবর হওয়া নির্বাচনে ঢাকা বিভাগের ১৭ কাউন্সিলের মধ্যে ১৫ জন ভোট দিয়েছেন। বিভাগীয় পর্যায়ে বুলবুল ও জেলা পর্যায়ে ১৫টি করে ভোট পেয়ে বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছেন বুলবুল ও নাজমুল আবেদিন। চট্টগ্রাম বিভাগ থেকে আহসান ইকবাল চৌধুরি ও আসিফ আকবর নির্বাচিত হয়েছেন।

খুলনায় আব্দুর রাজ্জাকের সঙ্গে আছেন জুলফিকার আলী খান। এ ছাড়া রাজশাহীর মুখলেসুর রহমান, রংপুরের হাসানুজ্জামান, সিলেটের রাহাত সামস ও বরিশাল বিভাগ থেকে পরিচালক হয়েছেন শাখাওয়াত হোসেন। ক্লাব ক্যাটাগরিতে ১২ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। যেখানে ইশতিয়াক সাদেকের সঙ্গে আছেন আদনান রহমান দীপন, ফায়াজুর রহমান, আবুল বাশার, আমজাদ হোসেন, শানিয়ান তানিম, মোখছেদুল কামাল।

তাদের সঙ্গে আছেন ফারুক আহমেদ, ইফতেখার রহমান মিঠু, এম নাজমুল ইসলাম, মেহরাব আলম চৌধুরী ও মনজুর আলম। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে পরিচালক হয়েছেন এম ইসফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক। তিন নম্বর ক্যাটাগরিতে ৩৫ ভোট পেয়ে বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।

ক্যাটাগরি- ১

ঢাকা বিভাগ— ১৭ ভোটের মধ্যে ১৫টি পড়েছে

আমিনুল ইসলাম বুলবুল— ১৫

নাজমুল আবেদিন ফাহিম— ১৫

আব্দুল্লাহ আল ফুয়াদ— কোনো ভোট পাননি (নির্বাচন প্রত্যাহার)

রাজশাহী বিভাগ— ৯ ভোটের মধ্যে ৭টি পড়েছে

মুখলেসুর রহমান খান— ৭

হাসিবুল আলম— কোনো ভোট পাননি (নির্বাচন প্রত্যাহার)

এসএস শামস মতিন— কোনো ভোট পাননি

রংপুর বিভাগ— ৯ ভোটের মধ্যে ৮টি পড়েছে

হাসানুজ্জামান— ৭

রেহাতুল ইসলাম খোকা— কোনো ভোট পাননি

নূর-এ শাহাদাৎ স্বজন— ১

বি.দ্র— সিলেট, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগে প্রতিদ্বন্দ্বী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন

ক্যাটাগরি- দুইয়ে ৭৬ ভোটের মধ্যে ৪২টি ভোট পড়েছে

লুতফর রহমান— ২

ইশতিয়াক সাদেক— ৪২

আদনান রহমান দীপন— ৪০

ফায়াজুর রহমান— ৪০

আবুল বাশার— ৪০

আমজাদ হোসেন— ৪১

শানিয়ান তানিম— ৪২

আহসানুর রহমান মল্লিক রনি— ১২

মোখছেদুল কামাল— ৪১

ফয়জুর রহমান— ২

এম নাজমুল ইসলাম— ৩৭

ফারুক আহমেদ— ৪২

ইমরোজ আহমেদ— ২

রাকিব উদ্দিন— ৭

মনজুর আলম— ৩৯

মেহরাব আলম চৌধুরী— ৪১

ইফতেখার রহমান মিঠু— ৩৪

ক্যাটাগরি- তিনে ৪৫ ভোটের মধ্যে ৪৩ ভোট পড়েছে, একটি বাতিল

খালেদ মাসুদ পাইলট— ৩৫

দেবব্রত পাল— ৭

জাতীয় ক্রীড়া পরিষদ

এম ইসফাক আহসান, ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক

আরো পড়ুন: বিসিবি নির্বাচন