নতুন অধিনায়ক নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে যাচ্ছে কানাডা

টি-টোয়েন্টি বিশ্বকাপ
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
গত বছরের অক্টোবরে কানাডার সুপার সিক্সটি টি-টেন টুর্নামেন্টে ২২ বলে অপরাজিত ৬৮ রানের ইনিংস খেলেছিলেন দিলপ্রীত বাওজা। একই টুর্নামেন্টে ১৮ বলে ৫৭ রানের ইনিংসও খেলেছিলেন ২২ বছর বয়সি এই ব্যাটার। এখনো পর্যন্ত কানাডার হয়ে ১৭টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। ১৩৩.২২ স্ট্রাইক রেটে ব্যাটিং করা দিলপ্রীতের আছে চারটি হাফ সেঞ্চুরিও।

চলতি মাসের শেষের দিকে ২৩ বছরে পা দিতে যাওয়া ডানহাতি ব্যাটার খেলেছেন ৯টি ওয়ানডেও। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে আলো ছড়িয়ে কানাডার অধিনায়কও হয়েছেন তিনি। ২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে দিলপ্রীতের নেতৃত্বে খেলবে কানাডা। ভারত ও শ্রীলঙ্কায় পর্দা উঠতে যাওয়া বিশ্বকাপ দিয়ে অধিনায়কত্বের অভিষেকও হচ্ছে দিলপ্রীতের।

কানাডার বিশ্বকাপ দলে আছেন যুবরাজ সামরাও। জাতীয় দলের হয়ে ব্যাট হাতে নিয়মিতই আলো ছড়াচ্ছেন তিনি। ১৫ টি-টোয়েন্টিতে ১৬০.৭২ স্ট্রাইক রেটে রান করেছেন তিনি। যেখানে ২৭টি ছক্কাও আছে মারকুটে ব্যাটারের। সাবেক অধিনায়ক সাদ বিন জাফর, কালিম সানা, দিলন হেইলিগার, নিকোলাস কির্টন এবং নাভনীত ঢালিওয়ালিও আছেন স্বাভাবিকভাবেই।

দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছে কানাডা। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলেছে তারা। আগামী বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে রয়েছে কানাডা। যেখানে তাদের প্রতিপক্ষ সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান এবং সংযুক্ত আরব আমিরাত। ৯ ফেব্রুয়ারি আহমেদাবাদে প্রথম ম্যাচ খেলবে সাউথ আফ্রিকার সঙ্গে। কানাডার সবগুলো ম্যাচ হবে ভারতে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে কানাডার স্কোয়াড— দিলপ্রীত বাওজা (অধিনায়ক), অজয়ভীর হুন্দাল, আনশ প্যাটেল, দিলন হেইলিগার, হার্শ ঠাকের, জাসকারানদীপ বুট্টার, কালিম সানাম কানওয়ারপাল ঠাথগুর, নাভনীত ঢালিওয়াল, নিকোলাস কির্টন, রবীন্দারপাল সিং, সাদ বিন জাফর, শিভাম শর্মা, শ্রেয়াস মোভা, যুবরাজ সামরা।

আরো পড়ুন: