টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বরিশালের। প্রথম ওভারেই আজমির আহমেদের উইকেট হারায় দলটি। মোহর শেখের বলে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ দিয়ে রানের খাতা না খুলেই বিদায় নেন আজমির।
চতুর্থ ওভারে রাফসান আল মাহমুদকে থামান এস এম মেহরব। কাউ কর্ণারে ক্যাচ দিয়ে বিদায় নেন ছয় বলে পাঁচ রান করা রাফসান। অষ্টম ওভারের মধ্যে বিদায় নেন সোহাগ গাজীও।
তাকে বিদায় করেন সাব্বির হোসেন। ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ দেয়ার আগে গাজী করেন ১৩ বলে ২১ রান। এরপর সালমান হোসেন ইমনকে ফেরান নিহাদ উজ্জামান। লেগ বিফোর উইকেটের শিকার হওয়ার আগে ইমন করেন ১১ রান। ৭২ রানে নিজেদের চতুর্থ উইকেট হারায় দলটি।
একপাশ থেকে দলটির রান বাড়াচ্ছিলেন ইফতি। ফাইন লেগে ক্যাচ দেয়ার আগে ৪৮ বলে ৫৫ রান আসে তার ব্যাটে। শেষদিকে ফজলে মাহমুদ রাব্বি ২২ বলে ৩৯ এবং শামসুল ইসলাম অনিক চার বলে চার রানে অপরাজিত থাকেন।
লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারে হাবিবুর রহমান সোহানের উইকেট হারায় রাজশাহী। এরপর বৃষ্টি নামলে আর মাঠে খেলা গড়ায়নি। পাঁচ বলে ৯ রানে অপরাজিত থাকেন সাব্বির হোসেন। তার সঙ্গে শুন্য রানে অপরাজিত থাকেন ওয়াসি সিদ্দিকি। পয়েন্ট টেবিলে রাজশাহী পাঁচ এবং বরিশাল আট নম্বর অবস্থানে আছে।