নিলামে উঠছে ব্র্যাডম্যানের ৭৫ বছর আড়ালে থাকা ব্যাগি গ্রিন
স্যার ডন ব্র্যাডম্যানের স্মারক মানেই ক্রিকেট ইতিহাসের দুর্লভ অধ্যায়। তেমনই এক মূল্যবান স্মারক দীর্ঘদিন অগোচরে থাকার পর এবার সামনে আসছে। ৭৫ বছরের বেশি সময় ধরে একটি পরিবারের কাছে সযত্নে রাখা ব্র্যাডম্যানের একটি টেস্ট ক্যাপ নিলামে তোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে।